AMTA Student Death: ‘সংখ্যালঘুদের সবথেকে বড় হিতাকাঙ্খীরা রাস্তায় নেই কেন?’ প্রশ্ন দিলীপের
AMTA Student Death: আনিস খানকে পুলিশই হত্যা করেছে, এমন দাবি জানিয়েছে বিজেপি। সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছে গেরুয়া শিবিরের তরফে।
ঘাটাল : হরিয়ানায় সংখ্যালঘু খুন হলে এ রাজ্যে রাস্তায় নেমে প্রতিবাদ জানায় তৃণমূল, তাহলে এখন কেন শাসক দল কোনও প্রতিবাদ জানাচ্ছে না? রাজ্য সরকারের বিরুদ্ধেই প্রশ্ন তুললেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ঘাটালে পুরভোটের প্রচারে গিয়ে আনিস প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তিনি। তাঁর দাবি, সরকার পুলিশকে দিয়ে খুন করানো হয়েছে আমতার ওই ছাত্র নেতাকে। বুধবার ঘাটাল পুরসভার ১৩ ও ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সমর্থক ও প্রার্থীদের নিয়ে প্রচার সারেন দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের আবহে বিজেপি কর্মীদের এ ভাবেই হত্যা করা হয়েছিল বলে উল্লেখ করেছেন সাংসদ।
এ দিন আনিসের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ খুন করেছে প্রমাণ হয়ে গিয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করেছি, হরিয়ানায় সংখ্যালঘু খুন হলে রাস্তায় নেমে প্রতিবাদ জানায় তৃণমূল। আর আজ ওনার বিপ্লবী ভাইরা কোথায়?’ তাঁর দাবি, সরকারই খুন করেছে আনিসকে। পুলিশ দিয়ে হত্যা করানো হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। দিলীপ ঘোষের মতে, এ ভাবে বোঝাতে চাওয়া হয়েছে, বিরোধিতা করলেই এই অবস্থা হবে। তিনি বলেন, ‘এ ভাবেই আমাদের ২০০ জন কর্মীকে খুন করা হয়েছে, তখন কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেনি।’ দিলীপের প্রশ্ন, ‘যারা সংখ্যালঘুদের সবথেকে বড় হিতাকাঙ্খী তারা রাস্তায় নেই কেন?’
এ দিন দিলীপ ঘোষ আরও বলেন, ‘ঘাটাল মহকুমার পাঁচটি পুরসভায় বিরোধীরা সন্ত্রাস চালাচ্ছে। তবুও পাঁচটা পুরসভায় তাঁরা জয়ের ব্যাপারে নিশ্চিত।’ তাঁর দাবি, হামলা হচ্ছে বলে ভয় পেয়ে অনেক বিজেপি কর্মী প্রচারে নামছেন না। শুধু তাই নয়, এ দিন তিনি রাজ্যের বেশ কয়েকটি প্রকল্পকে কটাক্ষ করেন।
এ দিকে, আর এক বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, কোনও এক ফেসবুক পোস্টের জন্যই নাকি আনিসের বাড়িতে হাজির হয়েছিল পুলিশ। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নির্দেশে পুলিশকর্মীদের পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার মেদিনীপুরে পুরভোটের প্রচারে গিয়ে শুভেন্দু জানিয়েছেন, আনিসের পরিবারের সঙ্গে কথা হয়েছে তাঁর। আনিসের দাদা সাবিরের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেছেন তিনি। একই সঙ্গে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেছেন শুভেন্দু।