High Court on Municipal Election: কাঁথি, ভাটপাড়ায় নিরাপত্তার অভাব বিজেপি প্রার্থীদের! বুধবারই রিপোর্ট জমা দিতে হবে আদালতে
High Court on Municipal Election: নিরাপত্তা নিয়ে যাঁদের সমস্যা হচ্ছে তাঁদের থানায় লিখিত আবেদন করার নির্দেশ দিয়েছে আদালত। সেই রিপোর্টই চেয়েছে আদালত।
কলকাতা : পুরভোটের আর বেশিদিন বাকি নেই। জেলায় জেলায় চড়ছে রাজনীতির পারদ। বারবার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ জানাচ্ছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে প্রার্থীদের নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির বেশ কয়েকজন প্রার্থী। তাঁদের সেই নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট চাইল হাইকোর্ট। মঙ্গলবারের শুনানিতে সংশ্লিষ্ট জেলাগুলির পুলিশের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। বুধবার দুপুর ২ টোর মধ্যে সেই রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। বিচারপতি রাজাশেখের মান্থার এজলাসে চলছে সেই মামলার শুনানি। মূলত পশ্চিম মেদিনীপুরের কাঁথি, মালদহের ইংরেজ বাজার ও উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার প্রার্থীরাই এই অভিযোগ সামনে এনেছেন।
২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব
কাঁথি, ইংরেজ বাজার, ভাটপাড়া পুরসভার ওই সব বিরোধী প্রার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কি না, তা জানতে চেয়েই সংশ্লিষ্ট জেলাগুলির পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কাছে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। বুধবার বেলা ২ টোর মধ্যে মালদহ, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ও ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে সেই রিপোর্ট জমা দিতে হবে বিচারপতি রাজাশেখের মান্থার বেঞ্চে।
দায় থাকবে পুলিশের ওপর
মঙ্গলবারের শুনানিতে বিচারপতি মামলাকারীদের নির্দেশ দেন, যাঁরা এখনও নিরাপত্তার সমস্যা নিয়ে লিখিত আবেদন করেননি, তাঁদের অবিলম্বে আবেদন করতে হবে। মঙ্গলবার রাতের মধ্যেই সেই আবেদন জানাতে বলা হয়েছিল। আর সেই আবেদনের ভিত্তিতে পুলিশকর্তাদের অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা দিতে হবে আদালতে। সেই রিপোর্ট খতিয়ে দেখার পরেই পরবর্তী পদক্ষেপ করবে হাইকোর্ট। সংশ্লিষ্ট থানা গুলির ওসি বা আইসিদের হাইকোর্টের তরফে বলা হয়েছে, কোনও ভাবে এলাকায় অশান্তি হলে, তার যাবতীয় দায় থাকবে ওই পুলিশ অফিসারদের ওপরে।
কী আবেদন মামলাকারীদের?
মূলত নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করলেন পুরভোটের বেশ কয়েকজন বিজেপি প্রার্থী। কাঁথি পুরসভার সব ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা রয়েছেন তার মধ্যে। পাশাপাশি ভাটপাড়া পুরসভার তিনটি ওয়ার্ডের বিজেপি প্রার্থীও মামলা করেছেন। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার জরুরি শুনানির আর্জি জানানো হয়। বিজেপি প্রার্থীদের অভিযোগ, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, হামলার শিকার হচ্ছেন তাঁরা। ভাটপাড়ার ক্ষেত্রে এক তৃণমূল প্রার্থী দেবজ্যোতি ঘোষের বিরুদ্ধে হুমকির অভিযোগও দায়ের করা হয়েছে। ভোটের আগে নিরাপত্তার দাবি করেছেন বিজেপি প্রার্থীরা।
বিজেপির অভিযোগ, বারবার তাদের প্রার্থীদের হুমকির মুখে পড়তে হচ্ছে। চার পুরনিগমের ভোটেও কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিল বিজেপি। আসন্ন পুরভোটেও সামগ্রিক নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আর্জি জানিয়ে বিজেপি আদালতের দ্বারস্থ হয়েছে।
আরও পড়ুন : Madhyamik and HS Exam: সময় মতোই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক! স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে লাগাতে হবে সিসিটিভি
আরও পড়ুন : Governor Jagdeep Dhankhar: ফের আইনি প্রশ্ন তুলে রাজ্যের পাঠানো ফাইল ফেরালেন রাজ্যপাল, কবে মিটবে এই দ্বন্দ্ব?