Ghatal Municipality: পদন্নোতির ভুয়ো দাবি করে টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান

Former Chairman of Ghatal Municipality: ঘাটাল থানার দ্বারস্থ হন এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি, নিজের পদোন্নতির দাবি করে তাঁকে প্রভাবিত করা হয়েছে। প্রভাবিত করেছেন বিভাস। অভিযোগ, চিঠি দেখিয়ে বিভাসর দাবি করেছেন তাঁকে ফের চেয়ারম্যান পদে উন্নিত করা হয়েছে।

Ghatal Municipality: পদন্নোতির ভুয়ো দাবি করে টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Oct 14, 2025 | 3:29 PM

ঘাটাল: গ্রেফতার ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহল। সোশ্যাল মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি চিঠি। সেই চিঠি দেখিয়ে টাকা তোলার অভিযোগ ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভাস চন্দ্র ঘোষ। তিনি বর্তমানে পৌরসভার ১৩ ওয়ার্ডের কাউন্সিলরও বটে। সোমবার সন্ধ্যা থেকেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামঙ্কিত প্যাডে লেখা একটি চিঠি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। তা নজরে আসে পুলিশেরও। এদিকে যে চিঠি ঘুরে বেড়াচ্ছে তা ভুয়ো বলে জানা যাচ্ছে। এই দাবি করছেন দলের নেতারাই। 

এরইমধ্যে ঘাটাল থানার দ্বারস্থ হন এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি, নিজের পদোন্নতির দাবি করে তাঁকে প্রভাবিত করা হয়েছে। প্রভাবিত করেছেন বিভাস। অভিযোগ, চিঠি দেখিয়ে বিভাসর দাবি করেছেন তাঁকে ফের চেয়ারম্যান পদে উন্নিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভুয়ো তথ্য দেখিয়েই ৫ লক্ষ টাকা তোলা হয়েছে ওই ব্যক্তির কাছ থেকে। লিখিত অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করা হয় বিভাসকে। 

জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বলছেন, “একটা নকল চিঠি নিয়ে উনি কয়েক মাস ধরে চেয়ারম্যান হয়েছেন বলে দাবি করে যাচ্ছিলেন। অথচ আমাদের দলের কাছে কোনও খবর নেই। আমরা মনে হয় কোনও খারাপ চক্র ওকে প্রভাবিত করার চেষ্টা করছে। সে কারণেই পুলিশ ওকে ধরেছে। দলের নাম করে কেউ যদি কোনও কোনও জালিয়াতি করার চেষ্টা করে তা জানা মাত্রই ব্যবস্থা নেওয়া হয়। এখন প্রশাসন তদন্ত করে দেখছে।” 

তবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলছেন, “আমরা খুশি হব যদি তৃণমূলের দুর্নীতিগ্রস্ত সব নেতাদেরই পুলিশ ধরে। ঘাটাল পৌরসভার বর্তমান চেয়ারম্যানও অবৈধভাবে টেন্ডার দিয়ে টাকা হাতিয়েছেন। আমরা চাইব তাঁর বিরুদ্ধেও যে প্রশাসন ব্যবস্থা নেয়।”