AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hiran Chatterjee: ‘বনি তো বাচ্চা, টলিউডের ৯৯ শতাংশই দুর্নীতিগ্রস্ত’, হিরণের তিরে বিদ্ধ দেব-সায়নী

Hiran Chatterjee: দেব, বনি সেনগুপ্ত, সায়নীর নাম তুলে চন্দ্রকোণায় তোপ দাগলেন হিরণ। দেবকে বিঁধে তাঁর বক্তব্য, এনামুল হকের কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছিলেন। তাঁর কথায় বাচ্চা ছেলে বনিও দুর্নীতিগ্রস্ত।

Hiran Chatterjee: ‘বনি তো বাচ্চা, টলিউডের ৯৯ শতাংশই দুর্নীতিগ্রস্ত’, হিরণের তিরে বিদ্ধ দেব-সায়নী
বিস্ফোরক হিরণ চট্টোপাধ্যায়
| Edited By: | Updated on: Mar 26, 2023 | 4:18 PM
Share

মেদিনীপুর: দুর্নীতি ইস্যুতে তপ্ত রাজ্য। নিত্য শাসকের নাম জড়িয়ে যাওয়া দেখতে অভ্যস্ত বাংলা। তাতে আবার চরম গ্ল্যামার যোগ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে উঠে আসছে একাধিক অভিনেতা-অভিনেত্রীর নামও। দুর্নীতিতে টলিউড যোগের একাধিক তথ্য ইতিমধ্যেই হাতে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। তাতে নবতম সংযোজন বনি। এবার টলিউড-দুর্নীতিযোগ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন খড়্গপুরের বিধায়ক বিজেপি নেতা হিরণ চক্রবর্তীও। অভিনেতা হিসাবেই বাংলায় যাঁর অভিষেক হয়েছিল। দেব, বনি সেনগুপ্ত, সায়নীর নাম তুলে চন্দ্রকোণায় তোপ দাগলেন হিরণ। দেবকে বিঁধে তাঁর বক্তব্য, এনামুল হকের কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছিলেন। তাঁর কথায় বাচ্চা ছেলে বনিও দুর্নীতিগ্রস্ত।

মেদিনীপুরের চন্দ্রকোণায় একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন হিরণ। সেখানে তাঁকে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে দুর্নীতি ইস্যুতে গ্ল্যামার যোগ নিয়ে প্রশ্ন করা হয়। উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে আগেও আমি ঘাটালে বলেছিলাম। আপনাদের এখানকার সাংসদ দীপক অধিকারী, তিনিও দুর্নীতিতে ভীষণভাবে যুক্ত। তিনি ৫ কোটি টাকা এনামুল হকের কাছ থেকে নিয়েছিলেন। তখন দেবের ফ্যানরা আমার ওপর রাগ করেছিলেন।” তিনি আরও বলেন, “বনি সেনগুপ্তের মতো ছোট্ট একটা বাচ্চা ছেলেও, সবেমাত্র অভিনয়ে এসেছে, সেও কীভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তৃণমূলের যাঁরা যাঁরা রয়েছেন, সায়নী ঘোষ, তাঁর সম্পর্কে তো বিচারপতিও বলছেন। তিনি কীভাবে একটার পর একটা ফ্ল্যাট বানিয়েছেন। কার টাকায় বানিয়েছেন। শ্রীকান্ত মেহতা, যিনি সব থেকে বড় প্রডিউসার, তিনি কত বড় দুর্নীতিতে জড়িয়েছিলেন, কোটি কোটি টাকা লুঠ করেছেন, চুরি করেছেন, জেলও খেটেছেন ২ বছরের ওপর। টলিউডের ৯৯ শতাংশ প্রডিউসর, ডিরেক্টর অভিনেতারা কোনও না কোনওভাবে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে চোরেদের সরকারের সঙ্গে যুক্ত।”

দেবকে নিয়ে এর আগে একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছেন হিরণ। গরুপাচার-কাণ্ডে সিবিআই এবং ইডির জেরার মুখে পড়তে হয়েছে দেবকে। সে প্রসঙ্গ উত্থাপন করে হিরণ বলেছিলেন, “মাননীয় সাংসদ দীপক অধিকারী ওরফে দেব এনামুল হকের থেকে টাকা নিয়েছেন। সেই টাকা দিয়ে ছবিও বানিয়েছেন। সেই কেসে যদি দোষী সাব্যস্ত হন, যদি তাঁকে জেলে হয়, তাহলে আমার সবথেকে দুশ্চিন্তা থাকবে মিঠুন দা’কে নিয়ে।” উল্লেখ্য, প্রজাপতি সিনেমা মুক্তির সমসাময়িক প্রেক্ষাপটে একথা বলেছিলেন হিরণ।

দেব অবশ্য তখন বলেছিলেন, “হিরণ আমার ভালো বন্ধু, ওকে কিছু বলার নেই। রাজনীতির দিক থেকে আবেগপ্রবণ হয়ে হয়তো বলে ফেলেছে।” এদিনের মন্তব্যের প্রেক্ষিতে অবশ্য দেবের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিরণের এদিনের বক্তব্য প্রসঙ্গে যুব তৃণমূলের সভানেত্রী বলেন, “হিরণ আমার সম্পর্কে যা বলছেন, তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হলে নেব। হিরণ রাজনীতি ও অভিনয়ে সব ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক একজন ব্যক্তি। যদি দল কিংবা মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য এসব বলে থাকেন, তাহলে আমার কিছু বলার নেই। এটা থেকে হিরণ শেষমেশ কিছু পাবেন না।” তাঁর আরও বক্তব্য, “খবরের শিরোনামে থাকতেই এসব হয়তো বলছেন। আমার ধারণা হিরণের একটা ক্ষোভ রয়েছে। হিরো হিরণ যথার্থ মর্যাদা পাননি। সেই হতাশা থেকেই এই ধরনের কথাবার্তা বলছেন।”

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “হিরণ অনেক মনকষ্টে আছে। বহুবার তৃণমূলে আসতে চেয়েছেন। নেয়নি দল। যে শর্ত দিয়েছিল, সেই শর্ত আমাদের দল মানেনি। মনের দুঃখে এই কথা বলছে।”

বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?