Ghatal Flood: হাজার হাজার টাকার ক্ষতি, ধান চাষ না করেও ক্ষতি আটকাতে পারলেন না কৃষকরা

Ghatal: পাটের দাম বাড়ালেও বন্যার কারণে বিঘের পর বিঘে জমি পাট চাষ করে ক্ষতির মুখে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের পাট চাষিরা, সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন তাঁরা।

Ghatal Flood: হাজার হাজার টাকার ক্ষতি, ধান চাষ না করেও ক্ষতি আটকাতে পারলেন না কৃষকরা
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 02, 2025 | 11:07 AM

ঘাটাল: গত কয়েক মাস ধরে লাগাতার বৃষ্টি। বন্যা পরিস্থিতির এখনও কোনও উন্নতি হয়নি ঘাটালে। এই বন্যায় ক্ষতি হয়েছে ঘাটাল ব্লকের মনসুকা ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের, মনসুকা, দীর্ঘ গ্রাম, কামারডাঙা, বন হরিসিংপুর সহ বিস্তীর্ণ এলাকার কৃষকদের। এই সব অঞ্চলের কৃষকরা এই বন্যার জন্যই ধান চাষের বদলে পাট চাষকে বেছে নিয়েছিলেন। কিন্তু এবার তাতে বড় ক্ষতি।

ঘাটালের কৃষকরা বলছেন, বন্যায় ধানের চরম ক্ষতি হয়, তাই তারা মূলত পাট চাষ করে থাকে। পাট চাষ করে লাভের মুখ দেখে কৃষকরা। কিন্তু এই বছর পাট চাষেও বন্যার জেরে চরম ক্ষতি হয়েছে কৃষকদের। তাদের দাবি, বন্যায় এবার বিঘের পর বিঘে জমির পাট নষ্ট হয়ে গিয়েছে। পুজোর মুখে পাট চাষের ক্ষতি নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে কৃষক পরিবারগুলি।

অন্যান্য জিনিসপত্রের দামের সঙ্গে সঙ্গে হু হু করে পাটের দামও। গত বছর ৩-৪ হাজার টাকা প্রতি কুইন্টাল হিসেবে দাম প্রতি হলেও এ বছর পাটের দাম বেড়ে হয়েছে ৬-৭ হাজার টাকা করে প্রতি কুইন্টাল। পাটের দাম বাড়ালেও বন্যার কারণে বিঘের পর বিঘে জমি পাট চাষ করে ক্ষতির মুখে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের পাট চাষিরা, সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন তাঁরা।

যদিও ঘাটাল ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে পাটচাষিরা তাদের কাছে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছেন। বিষয়টি কৃষি দফতরের নজরেও আনা হয়েছে বলে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর জানিয়েছেন।