Ghatal flood Situation: ফের ডুবছে ঘাটাল, বিঘের পর বিঘে ধান জমি চলে গেল জলের তলায়
Ghatal flood Situation: কৃষকদের দাবি, বছর বছর একই ছবি দেখা গেলেও কোনও বছরেই তারা ঠিকভাবে সরকারি ক্ষতিপূরণ পাননি। আবারও চলতি বছরে পরপর বন্যায় চরম ক্ষতির আশঙ্কা। পুজোর আগে বাড়ছে চিন্তা। এদিকে বিপদসীমা ছুঁইছুঁই শিলাবতী।

ঘাটাল: কয়েকদিনের জন্য একটু হলেও স্বস্তি মিলেছিল। কিন্তু তা দীর্ঘস্থায়ী হল না। কয়েকদিনের টানা বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায়। আর এই বন্যার ফলেই চন্দ্রকোনা ১ ও ২ নম্বর ব্লকের কৃষি প্রধান এলাকা ডুবেছে বিঘের পর বিঘে কৃষি জমির ধান। চরম দুশ্চিন্তায় পড়েছে কৃষকেরা। এদিকে এরইমধ্যে আরও বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) দিচ্ছে আবহাওয়া দফতর।
কৃষকদের দাবি চলতি বৎসরে ইতিমধ্যেই তারা পাঁচবার বন্যার সম্মুখীন হয়েছেন। এবার ফের একই ছবি হলে রেহাই পাওয়া মুশকিল। শিলাবতী ও কেঠিয়া নদীর জল ও ভাঙা বাঁধ দিয়ে জল প্রবেশ করে ডুবেছে বিঘের পর বিঘে কৃষি জমির ধান। এমনিতেই কিছুদিন আগে বন্যায় নষ্ট হয়েছিল শাক-সবজি সহ অন্যান্য ফসলের। এবারে বন্যায় ডুবেছে ধান। তাতেই ফের মাথায় হাত কৃষকদের। বারবার ডুবে যাওয়ার ফলে জমিতেই নষ্ট হয়ে যাবে ধান গাছ। এমনটাই মনে করছেন কৃষকরা।
কৃষকদের দাবি, বছর বছর একই ছবি দেখা গেলেও কোনও বছরেই তারা ঠিকভাবে সরকারি ক্ষতিপূরণ পাননি। আবারও চলতি বছরে পরপর বন্যায় চরম ক্ষতির আশঙ্কা। পুজোর আগে বাড়ছে চিন্তা। এদিকে বিপদসীমা ছুঁইছুঁই শিলাবতী। প্রথম বন্যায় ভেঙে যাওয়া ভাঙা নদী বাঁধ মেরামত হয়নি। নদীর জল বাড়তেই ফের সেই ভাঙা বাঁধ দিয়ে হু হু করে জল ঢুকছে। ভোগান্তি চরমে চন্দ্রকোনার, যাদবপুর-সহ একাধিক গ্রামের বাসিন্দাদের। ভোগান্তি বাড়ছে হালদারবেড়, আটঘোরা, শ্রীরামপুর, পালংপুর-সহ একাধিক গ্রামের মানুষদের। দ্রুত ভাঙা বাঁধ মেরামতের দাবি এলাকাবাসীর।
