Medinipur: সরষে ফুল তুলেছিল, তিন শিশুকে ‘মর্মান্তিক পাঠ’ দিলেন পাড়ার কাকিমা

Medinipur: ওই তিন শিশুর বাড়ির পাশেই সরষে ক্ষেত। বাড়িতে লক্ষ্মী পুজো থাকায়, সরষে ফুল তুলতে গিয়েছিল তারা। অভিযোগ, তখনই তাদের দেখতে পেয়ে তেড়ে আসেন সোমা। লাঠি দিয়ে তিন শিশুকে বেধড়ক মারধরও করেন বলে অভিযোগ।

Medinipur: সরষে ফুল তুলেছিল, তিন শিশুকে 'মর্মান্তিক পাঠ' দিলেন পাড়ার কাকিমা
মেদিনীপুর তিন শিশুকে মারধরের অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 17, 2024 | 11:28 AM

মেদিনীপুর:  লক্ষ্মী পুজোর সরষে ফুল তোলার অপরাধে তিন শিশুকে মারধরের অভিযোগ। এমনকি বাড়িতে বললে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে গ্রামের এই গৃহবধূর বিরুদ্ধে।  সোমা সরকার নামে ওই গৃহবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বড়ারি গ্রামে।

জানা গিয়েছে, ওই তিন শিশুর বাড়ির পাশেই সরষে ক্ষেত। বাড়িতে লক্ষ্মী পুজো থাকায়, সরষে ফুল তুলতে গিয়েছিল তারা। অভিযোগ, তখনই তাদের দেখতে পেয়ে তেড়ে আসেন সোমা। লাঠি দিয়ে তিন শিশুকে বেধড়ক মারধরও করেন বলে অভিযোগ। তাতে কাঁদতে শুরু করে তিন শিশু। বাড়িতে বললে প্রাণেই মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ।

প্রথমে ওই তিন শিশু বাড়িতে এ বিষয়ে মুখ খুলতে চায়নি। পরিবারের সদস্যরা তাদের গায়ে হাত পায়ে দাগ দেখে চেপে ধরতেই কেঁদে ফেলে তারা। তখন তারা সবটা খুলে বলে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরাও ওই মহিলার বাড়িতে গিয়ে জেরা করেন। কিন্তু মহিলার সাফ জবাব,  ক্ষেতের ফুল তুলতে এসেছিল, তাই তাড়িয়ে দিয়েছে। যদিও এ বিষয়ে অভিযুক্ত সোমা সরকার  সংবাদমাধ্যমকে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি। এরপর পরিবারের সদস্যরা চন্দ্রকোণা টাউন থানার রামজীবনপুর ফাঁড়িতে গিয়ে সোমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সোমাকে জিজ্ঞাসাবাদ করছে। এক শিশুর মা বলেন, “এভাবে কেউ মারে। পিঠে লাঠি দাগ গেঁথে গিয়েছে। হাত দেওয়া যাচ্ছে না। বকা দিয়ে পাঠিয়ে দিত। ওরা কী চোর!”