Medinipur: ‘পাড়ায় সমাধানে’ গিয়ে তালাবন্দি বিডিও, পালাতে হল দৌড়ে

Medinipur: গ্রামে আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প হচ্ছিল। কেন সংস্কার করা হয়নি রাস্তা? প্ল্যাকার্ড হাতে তার জবাবদিহি চাইতে শিবিরে হাজির হন প্রায় শতাধিক মহিলা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি তালাবন্ধ করে বিডিও, পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যদের আটকে রাখেন প্রায় ঘণ্টা দেড়েক।

Medinipur: পাড়ায় সমাধানে গিয়ে তালাবন্দি বিডিও, পালাতে হল দৌড়ে
বিক্ষোভের মুখে পড়ে পালালেন বিডিওImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 10, 2025 | 11:37 AM

মেদিনীপুর: দিনের পর দিন দাবি করে আসছিলেন। তবুও রাস্তা হয়নি। এবার বিডিও-কে সামনে পেয়েই ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। পাড়ায় সমাধান কর্মসূচিতে গিয়ে তালাবন্দি হয়ে থাকতে হল খোদ বিডিও-কে। পশ্চিম মেদিনীপুরের নারায়গণগড় ব্লকের নাড়মা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। শেষে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এলাকা ছেড়ে কোনওমতে দৌড় লাগালেন বিডিও ।

গ্রামে আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প হচ্ছিল। কেন সংস্কার করা হয়নি রাস্তা? প্ল্যাকার্ড হাতে তার জবাবদিহি চাইতে শিবিরে হাজির হন প্রায় শতাধিক মহিলা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি তালাবন্ধ করে বিডিও, পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যদের আটকে রাখেন প্রায় ঘণ্টা দেড়েক। খবর পেয়ে পুলিশও যায় ঘটনাস্থলে। পুলিশ ও প্রশাসনিক কর্তারা অনেক বোঝানোর পর বিক্ষোভকারীরা তালা খুলে দিলেও দাবি থেকে সরতে নারাজ। বিডিও বাইরে বেরোলে ফের তাঁকে ঘিরে ধরে জানতে চান, কবে রাস্তা সংস্কার হবে। মহিলাদের মাঝে ঘেরাও হওয়ার ভয়ে দৌড়ে পালান বিডিও।

বিডিও-কে দৌড়ে পালাতে দেখে বিক্ষোভকারীরাও প্ল্যাকার্ড হাতে তাঁর পিছনে দৌড়তে থাকেন। অবশেষে বিডিও দৌড়ে গিয়ে নিজের গাড়িতে উঠে বেরিয়ে যান।

বিক্ষোভকারী মহিলাদের কথায়, “খারাপ রাস্তার জন্য গ্রামে গাড়ি তো দূরের কথা অ্যাম্বুল্যান্সও ঢোকে না। ফলে অসুস্থ হলে রোগীদের হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয় ডুলিতে। প্রসূতি মায়েদের নিয়ে যেচে চুড়ান্ত সমস্যায় পড়তে হয়। যতবার দাবি জানিয়েছি, ততবার আশ্বাসবাণী ছাড়া কিছুই মেলেনি। তাই বাধ্য হয়ে শিবিরে দাবি জানাতে এসেছি।” যদিও এই বিক্ষোভ নিয়ে প্রশাসন কিংবা বিডিও-র তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।