AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Debra: চলছিল ‘আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি’, বিধায়ক যেতেই তুমুল বিক্ষোভ

Debra: এদিকে রাস্তা যে খুব খারাপ তা স্বীকার করে নিয়েছেন ভবানীপুর অঞ্চলের প্রধান জগন্নাথ মুলা। তিনি বলেন, সত্যি এলাকার মানুষ যেটা বলছেন তা ঠিক। রাস্তার অবস্থা খুবই বেহাল। রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন বিডিও প্রিয়ব্রত রাড়িও।

Debra: চলছিল ‘আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি’, বিধায়ক যেতেই তুমুল বিক্ষোভ
বিধায়ক যেতেই বিক্ষোভ Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 02, 2025 | 9:18 PM
Share

ভবানীপুর: এক বছর, দু’বছর নয়, গ্রামবাসীদের অভিযোগ ৩৫ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। এদিকে এদিনই আবার রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি’। ডেবরার ভবানীপুর অঞ্চলেও চলে কর্মসূচি। সেখানে গিয়েছিলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর। কিন্তু, তিনি এলাকায় যেতেই শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ। বিধায়কের সামনেই ক্ষোভ ফেটে পড়েন স্কুলের ছাত্র-ছাত্রী থেকে এলাকার মানুষ।  

গ্রামবাসীদের অভিযোগ, চকরাজপুর থেকে আকালপৌষ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। অবস্থা এতটাই খারাপ যে স্কুলে আসতে যথেষ্ট বেগ পেতে হয় পড়ুয়াদের। কুমারশান্ডা স্কুলের প্রধান শিক্ষক হরিপদ মান্না বলেন, রাস্তা খুবই খারাপ। আর সে জন্য পড়ুয়ারা স্কুলে ভর্তি হচ্ছে না। অন্যত্র চলে যাচ্ছে। তিনি বলছেন, রাস্তার সমস্যার কথা বারবার প্রশাসনিক আধিকারিকদের জানান হয়েছে। কিন্তু দিনের শেষে কোনও সুরাহা হয়নি। তীব্র ক্ষোভের সঙ্গে গ্রামবাসীরা বলছন, বছরের পর বছর ধরে এই অবস্থা চলে আসছে। আর কতদিন? এলাকার এক মহিলা বলছেন, “৩৫ বছর ধরে এই অবস্থা রাস্তার। প্রশাসনের আধিকারিকদের বারবার জানিয়েছি। কিন্তু আজও রাস্তা সংস্কার হয়নি।” 

এদিকে রাস্তা যে খুব খারাপ তা স্বীকার করে নিয়েছেন ভবানীপুর অঞ্চলের প্রধান জগন্নাথ মুলা। তিনি বলেন, সত্যি এলাকার মানুষ যেটা বলছেন তা ঠিক। রাস্তার অবস্থা খুবই বেহাল। রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন বিডিও প্রিয়ব্রত রাড়ি। তিনি যদিও বলছেন, দ্রুত রাস্তা মেরামত করা হবে। যদিও এ ঘটনায় হুমায়ুন কবীরের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি।