
মেদিনীপুর: ২২৪ খড়্গপুর বিধানসভা এলাকায় খোঁজ নেই বহু ভোটারের, বুথে নোটিস সাঁটাল BLO-রা । এনুমারেশন ফর্ম ডিজিটাজেশন এর কাজ চলছে জেলা জুড়ে। নির্বাচন কমিশনের নির্ধারিত দিন অনুযায়ী কাজ শেষ করার দিন শেষ হয়ে আসছে । কিন্তু খড়গপুর বিধানসভা এলাকায় এখনো বিলি হয়নি বহু ফর্ম। নির্বাচন কমিশন সূত্রে খবর, খড়গপুর শহরেই বিলি করা যায়নি কয়েকশো ফর্ম। এর মধ্যে তাল বাগিচা এলাকাতেই সিংহভাগ ভোটারের হদিশ মেলেনি। ইতিমধ্যেই BLO রা তালিকা তৈরি করে পোস্টার সাঁটিয়ে দিয়েছেন এলাকায়। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে জানতে চাওয়া হয়েছে আদেও এই এলাকায় এই ভোটাররা রয়েছেন কিনা।
স্থানীয় বিএলওরা এ বিষয়ে মুখ না খুললেও বিএলএ ২ সহ রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ । ২২৪ খড়্গপুর বিধানসভার ১৭৩ নম্বর বুথের তৃণমূলের BLA ২ ছবি দাস জানান, তাঁর বুথেও বেশ কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না । তবে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী, বিএলও ইতিমধ্যেই বুথের বাইরে নোটিস সাঁটিয়েছেন।
ওই এলাকার বহু মানুষ কর্মসূত্রে বাইরে চলে গিয়েছেন বা অন্যত্র বাড়ি করে চলে গিয়েছেন, কিন্তু ভোটার লিস্টের নাম ওই এলাকায় রয়ে গেছে, আর তার ফলেই এনুমারেশন ফর্ম পৌঁছানো যাচ্ছে না তাঁদের কাছে। এখানে ভুয়ো ভোটারের কোনও প্রশ্নই নেই বলে উড়িয়ে দিচ্ছেন জেলা যুব তৃণমূলের নেতৃত্ব অসিত পাল। ঘুরে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন ।
তৃণমূল নেতা অসিত পালের বক্তব্যস :আমরা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলে জানতে পারি, কিছু মানুষের নাম তাঁরা শোনেননি ঠিকই তবে অনেককেই জানেন যাঁরা অন্যত্র স্থানান্তরিত হয়ে গিয়েছেন।”
পাশাপাশি বিজেপির বিএলএ ২ সদানন্দ ঘোষের বক্তব্য কিছুটা একই। যদিও তাঁর বক্তব্য, “স্থানান্তরিত মৃত ভোটার বাদ দিলেও এলাকায় এলাকায় কিছু কিছু ভুয়ো ভোটার আজও আছে । যেগুলো উদাহরণস্বরূপ কিছু খড়গপুর শহরে উঠে এসেছে।”