Medinipur School: ছুরি দেখিয়ে নীচু ক্লাসের ছাত্রীদের র‌্যাগিংয়ের অভিযোগ, বিক্ষোভ

Medinipur School: ঘটনাটি মেদিনীপুর শহরেরই একটি গার্লস স্কুলের। ওই স্কুলে বেশ কয়েকদিন ধরেই র‌্যাগিংয়ের অভিযোগ উঠছিল।

Medinipur School: ছুরি দেখিয়ে নীচু ক্লাসের ছাত্রীদের র‌্যাগিংয়ের অভিযোগ, বিক্ষোভ
মেদিনীপুর স্কুলে বিক্ষোভ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2022 | 10:28 AM

পশ্চিম মেদিনীপুর: ছুরি দেখিয়ে ক্লাসে র‌্যাগিংয়ের অভিযোগ উঠল উঁচু ক্লাসের ছাত্রীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের একটি স্কুলে। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিবাদে নীচু ক্লাসের ছাত্রীদের অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ দেখান। অভিযুক্তদের কড়া শাস্তির কথা দাবি তুলেছেন তাঁরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি মেদিনীপুর শহরেরই একটি গার্লস স্কুলের। ওই স্কুলে বেশ কয়েকদিন ধরেই র‌্যাগিংয়ের অভিযোগ উঠছিল। অভিযোগ, এই কাজটা মূলত করছে একাদশ শ্রেণির কয়েকজন ছাত্রীরা। তারা নীচু ক্লাসের মেয়েদের নানাভাবে হেনস্থা করছে বলে অভিযোগ।

অভিযোগ শুক্রবার স্কুলের মধ্যেই ছুরি দেখিয়ে ভয় দেখানো হয় নীচু ক্লাসের ছাত্রীদের। আতঙ্কিত হয়ে পড়ে নীচু ক্লাসের ছাত্রীরা। তারা স্কুলে যেতে চায় না। পরে বাড়ির লোক চাপ দিলে, তারা গোটা বিষয়টি খুলে বলে।

এরপর ওই ছাত্রীদের অভিভাবকরা স্কুলে এসে বিষয়টা জানান। স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। শনিবার দুপুরে স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। প্রসঙ্গত এতদিন অন্যান্য স্কুল কলেজে এই ধরনের অভিযোগ উঠলেও মেদিনীপুর শহরের প্রথম সারির এই স্কুলে এমন অভিযোগ ওঠেনি।

বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। স্কুলের তরফে বলা হয়েছে, “অভিযোগ আংশিক সত্য এটা বলব, সম্পূর্ণ নয়। কারণ কোনও ছুরি কোনও ছাত্রীর কাছ থেকে পাওয়া যায়নি। তবে যাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদের অভিভাবকদের ডাকা হয়েছে। এক্ষেত্রে ডিআই-এর অনুমোদন নিয়ে যদি কোনও ছাত্রীকে টিসি দিতে হয়, সেটা দেখে নেব। স্কুল প্রশাসনিক স্তরে বিষয়টি জানিয়েই করতে হবে।”