Dilip Ghosh on Ram Mandir: হাতে রামমন্দিরের আমন্ত্রণ পত্র, এলাকাবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ দিলীপ ঘোষ

Debabrata Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 13, 2024 | 1:32 PM

Ram Mandir: সামনেই লোকসভা নির্বাচন। তার আগে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার যে রাম মন্দির হতে চলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না। বঙ্গ বিজেপিও সেই পথেই হাঁটছে। রাম মন্দির নিয়ে একদিকে যেমন জোর কদমে জনসংযোগ চালাচ্ছেন নেতা কর্মীরা। তেমনই বারবার শাসক দলকে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে বিঁধছে।

Dilip Ghosh on Ram Mandir: হাতে রামমন্দিরের আমন্ত্রণ পত্র, এলাকাবাসীর দুয়ারে-দুয়ারে দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ, সাংসদ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

খড়গপুর: হাতে আর কয়েকটা দিন। তারপরই উদ্বোধন হবে রাম মন্দিরের। তার আগে খড়গপুর এলাকায় বাড়ি-বাড়ি চিঠি পৌঁছে দিলেন সাংসদ দিলীপ ঘোষ। এই চিঠি পৌঁছনোর মাধ্যমে এক রকম জন সংযোগ সারেন তিনি। এদিকে, সাংসদ বাড়ি যেতেই তাঁকে বরণ করে নেন এলাকার মানুষজন।

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার যে রাম মন্দির হতে চলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না। বঙ্গ বিজেপিও সেই পথেই হাঁটছে। রাম মন্দির নিয়ে একদিকে যেমন জোর কদমে জনসংযোগ চালাচ্ছেন নেতা কর্মীরা। তেমনই বারবার শাসক দলকে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে বিঁধছে।

এ দিন, সকাল থেকেই খড়গপুর শহরের ঝাপেটাপুর এলাকা রাম মন্দিরের আমন্ত্রণ পত্র নিজে হাতে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন দিলীপবাবু। এমনকী ছোট খামে কিছু চাল দেওয়া হচ্ছে। এলাকাবাসীকে রামমন্দির দর্শনের জন্য আমন্ত্রণ জানানো পাশাপাশি ওই দিন ঘরে প্রদীপ জ্বালানোর আবেদন করেন তিনি।

এ দিকে, রাম মন্দিরের উদ্বোধন নিয়ে অযোধ্যা সহ গোটা দেশ জুড়ে তুঙ্গে প্রস্তুতি। মন্দিরের কাজ প্রায় শেষ পর্যায়ে। তৈরি হয়েছে অতিথি তালিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। বাছাই করা অতিথিরা ওই দিন মন্দিরে প্রবেশ করতে পারবেন। সেই অতিথি তালিকার মধ্যে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে তিনি যাবেন কি না তা নিশ্চিত নন।

Next Article