ঘাটাল: শুধুই কি টাকার সমস্যার জন্য আটকে ঘাটাল মাস্টারপ্ল্যান? দশকের পর দশক কেন ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হচ্ছে না? এবার সেই সমস্যার ‘উপলব্ধি’ করলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। শুধু টাকার সমস্যার জন্যই ঘাটাল মাস্টারপ্ল্যান আটকে নেই ‘উপলব্ধি’ করে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানালেন। তৃণমূল সাংসদের এই আহ্বানকে কটাক্ষ করতে অবশ্য ছাড়েনি বিজেপি।
চব্বিশের লোকসভা নির্বাচনের আগে হুগলির আরামবাগের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেন্দ্র টাকা না দিলে রাজ্য ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করবে। লোকসভা নির্বাচনের প্রচারে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু নিয়ে প্রতিশ্রুতি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে মঙ্গলবার কয়েকঘণ্টা বৈঠক হল।
ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে এদিন ঘাটালের মহকুমাশাসক কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সেচ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মণীশ জৈন, সাংসদ দীপক অধিকারী, মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া-সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা।
এদিন বৈঠক শেষে দেব বলেন, “মানসদা বলছেন, ফাইট ফর ঘাটাল। আমি বলি ইউনাইটেড ফর ঘাটাল। সমস্ত দলকে একসঙ্গে আসতে হবে। সমস্ত মানুষকে একসঙ্গে আসতে হবে। তবে ঘাটাল মাস্টারপ্ল্যান সম্ভব হবে।”
এরপরই তিনি বলেন, “আগে ভেবেছিলাম শুধুমাত্র টাকা দিলেই মাস্টারপ্ল্যান হবে। এখন দেখছি এর মধ্যে অনেক জটিলতা আছে। দশ হাজার মানুষের সহযোগিতা লাগবে, যারা জমিদাতা। ইতিমধ্যে জমি নিয়ে যারা আন্দোলন শুরু করেছে, তাদের পাশে গিয়ে বোঝানো হবে।”
এই নিয়ে সাংসদ দেব ও তৃণমূলকে কটাক্ষ করলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। বলেন, “নিজের ও দলের ব্যর্থতাকে ঢাকতে এখন বলছেন, সব দলকে এক হয়ে কাজ করতে হবে। নির্বাচন এলেই ঘাটালবাসীকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়। সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তাই, মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে। এই মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে ঘাটাল মাস্টারপ্ল্যান করা হোক। বিজেপি সুযোগ পেলে দেখিয়ে দেবে কত দ্রুত মাস্টারপ্ল্যান করা যায়।”
এদিকে ঘাটাল মাস্টারপ্ল্যানে দাসপুরের চাঁদপুর থেকে সুরতপুর পর্যন্ত নতুন করে খাল খনন করা যাবে না বলে দাবি তুলে আবার আন্দোলনে নেমেছে চন্দ্রেশর নদী খনন প্রতিবাদী কমিটি। এদিন বিকেলে দাসপুরের ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কের সুরানারায়ণপুর এলাকায় একটি প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে স্লোগান উঠে, “নদী নয়, দাসপুরে কোনও খালও কাটতে দেওয়া হবে না। ঘাটালকে বাঁচানোর জন্য দাসপুরকে কোনওভাবেই ডোবানো যাবে না।” দাসপুরের এই আন্দোলন নিয়ে এদিন মানুষ ভুঁইয়া ও দেব বলেন, “যারা আন্দোলন করছে তাদের গিয়ে সমস্ত বিষয়টি বোঝানো হবে। আর ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে।”