পশ্চিম মেদিনীপুর: হাসপাতালের তিন তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন রোগীর এক আত্মীয়া। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার ডেবরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। মৃতার নাম কাজল সিং (৬০)।
জানা গিয়েছে, কাজল সিং খড়্গপুরের ভোগদা কনিকা গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, দিন কয়েক আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন কাজলের ছেলে মধু সিং। দেখাশোনার জন্য তাঁর সঙ্গেই ছিলেন মা।
রবিবার রাতেও হাসপাতালে ছিলেন তিনি। হাসপাতাল কর্মীরা জানাচ্ছেন, রাত ২টো নাগাদ আচমকাই বিকট শব্দ শুনতে পান তাঁরা। ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনে হাসপাতালের বাইরে ছুটে যান কর্মীরা। রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধাকে মাটিতে পড়ে থাকতে দেখেন তাঁরা। চিকিত্সকরা তাঁকে ‘স্পট ডেড’ ঘোষণা করেন।
ডেবরা থানার পুলিশ জানিয়েছে, ডেবরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সেকেন্ড ফ্লোর থেকে কাজল সিং নামে এক মহিলা জানলা দিয়ে ঝাঁপ দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। আরও পড়ুন: ‘দানবীয় দল চালাচ্ছে বিজেপি’, ত্রিপুরা কাণ্ডে ‘অল আউট অ্যাটাকে’ মমতা