AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Crime News: ননদের বর শারীরিক সম্পর্কের জন্য জোর দিত… তা বলে এমন কাণ্ড! ভাবতেই পারছে না পরিবার

Medinipur: অভিযুক্তের পরিবারের দাবি, আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী।

Crime News: ননদের বর শারীরিক সম্পর্কের জন্য জোর দিত... তা বলে এমন কাণ্ড! ভাবতেই পারছে না পরিবার
হাসপাতালে পরিবারের লোকজনের ভিড়। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Mar 07, 2022 | 5:54 PM
Share

মেদিনীপুর: বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে অশান্তি লেগে থাকত। এরপরই রবিবার বছর কুড়ির এক তরুণীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধেই। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানা এলাকার ওই গৃহবধূ এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালের বেডে। যদিও শ্বশুরবাড়ির দাবি, ওই তরুণী নিজেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু কেন এই ঘটনা? ওই তরুণীর পরিবারের দাবি, মেয়েকে তাঁর ননদের বর খারাপ চোখে দেখত। নানা সময় নোংরা প্রস্তাব দিত। কিন্তু মেয়ের তাতে সায় না থাকায় প্রায়শই শ্বশুরবাড়িতে ঝামেলা হত বলে অভিযোগ ওঠে। এ নিয়ে প্রশাসনকে জানানো, একাধিকবার মিটিংও হয় বলে ওই তরুণীর বাড়ির লোকের দাবি। এরই মধ্যে রবিবার দুপুরে তাঁদের কাছে খবর আসে, মেয়ে গায়ে আগুন লাগিয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি।

পাঁশকুড়া থানা এলাকার ওই তরুণীর বিয়ে হয় ঘাটালে। পরিবারের কথায়, অল্প বয়সেই বিয়ে করেন মেয়ে। তাঁর একটি তিন বছরের সন্তানও রয়েছে। তরুণীর বাড়ির লোকের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই মেয়ের শ্বশুরবাড়িতে গোলমাল শুরু হয়। প্রায়ই ঝামেল লাগে মেয়ের স্বামী জয়ন্ত গুছাইতের জামাইবাবু গণেশ মণ্ডলকে নিয়ে। অভিযোগ, গণেশ বিভিন্ন সময় তাঁকে নোংরা আকার ইঙ্গিত করেন। এমনকী কুপ্রস্তাবও দেন। ওই তরুণী তা না মানায় অশান্তি লেগে যায়।

তরুণীর পরিবারের দাবি, এ নিয়ে একাধিকবার সালিশি সভা হয়েছে। তরুণী ভেবেছিলেন হয়ত সবকিছু ঠিক হয়ে যাবে। বাচ্চার মুখ চেয়ে স্বামীর ঘরে থেকে যান। অভিযোগ, রবিবার দুপুরে অশান্তি চরমে ওঠে। তরুণী তাঁর বাবাকে ফোন করে বিষয়টি জানান। কিন্তু এরপর যে মেয়ের সঙ্গে এত বড় ঘটনা ঘটতে চলেছে তা আন্দাজও করতে পারেনি পরিবার।

তরুণীর বাবা বলেন, “আমরা ফোন মারফৎ জানতে পারি আমাদের মেয়ে গায়ে আগুন লাগিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। হাসপাতালে এসে মেয়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ওর শাশুড়িই গায়ে আগুন লাগিয়ে দিয়েছে।” এরপরই খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তোলেন তরুণীর বাবা মা। তরুণীর পরিজনদের দাবি, মেয়ে কুপ্রস্তাব মেনে না নেওয়ার জন্যই এই দাম দিতে হল।

তরুণীর মা বলেন, “সাড়ে ১২টার সময়ও ফোন করেছে। বলছে, তোমার জামাই বাজে কথা বলে। মরতে বলে আমাকে। তার পাঁচ মিনিট পরই মেয়ের কাকিশাশুড়ি ফোন করে বলছে গায়ে আগুন দিয়েছে ও।” তরুণীর দাদার কথায়, “বোনের নন্দাইকে নিয়েই বাড়িতে সমস্যা। বোনের সঙ্গে ও শারীরিক সম্পর্কে জড়াতে চায়। বোন রাজি না হওয়ায় বারবার ঝামেলা হয়েছে। সালিশি সভাও হয়েছে এই একটা ব্যাপার নিয়েই। বলেছিল, নন্দাইকে ও বাড়িতে ঢুকতে দেবে না। কিন্তু কোথায় কী!”

আরও পড়ুন: Madhyamik 2022: ‘মাধ্যমিকের প্রশ্নপত্র তো ডিপার্টমেন্ট থেকেই ফাঁস হয়’, ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে কটাক্ষ দিলীপের

আরও পড়ুন: Naihati: নিম্নাঙ্গ ভাসছে রক্তে, ঘটনার ঘণ্টা দুই আগেই নিষিদ্ধপল্লি এলাকায় জওয়ান…

আরও পড়ুন: Crime News: বিধবা মহিলা একাই থাকতেন! ভরসন্ধ্যায় ঘর অন্ধকার, গেট খোলা… উঁকি দিতেই চোখ কপালে উঠল পড়শিদের