পশ্চিম মেদিনীপুর: বন্ধুর বিয়ে বলে কথা! সব্বাই হল্লোড় করতে করতে যাচ্ছেন, বাজি ফাটাচ্ছিলেন। লগ্নের সময়ও শুরু হয়ে গিয়েছিল। ছাদনাতলায় অপেক্ষা করছিলেন কনেও। কিন্তু তার মাঝেই বিপত্তি! বাজির আগুন (Fire) গিয়ে পড়ল বাড়ির পাশে খড়ের গাদায়। মুহূর্তে পুড়ে খাক সর্বস্ব। মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) দাসপুরের (Daspur) জগন্নাথপুর গ্রামে।
দাসপুরের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা অজিত মাইতির ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। বর বিয়ের জন্য রওনা হচ্ছিলেন। সে সময় তাঁর বন্ধুবান্ধবরা বাজি পোড়াচ্ছিলেন। বাজির আগুন ছিটকে পড়ে খড়ের গাদায়। গ্রামের লোকজন চেষ্টা করেও আগুন আয়ত্তে আনতে পারেন নি। দাসপুরের নিমতলা থেকে দমকলের ইঞ্জিন জগন্নাথপুর পৌঁছয়। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনেন দমকল কর্মীরা।
আরও পড়ুন: উল্টো করে একে একে চার খুদেকে আলকাতরার ড্রামে চোবানো হল বারবার! পরের দৃশ্য আরও বেশি মর্মান্তিক
কনে অপেক্ষা করছিলেন ছাদনাতলায়। বিয়ের লগ্নও প্রায় পেরিয়ে যাচ্ছিল। কোনও মতো পৌঁছন পাত্র। শেষেমেশ বিয়ে। তবে আতঙ্কের রেশ কাটিয়ে উঠতে সময় লেগেছে অনেকক্ষণ।