Daspur: স্কুলের কম্পিউটার চুরি করে পালাল পড়ুয়ারা, ফেরত দিতে এসেই…
Daspur: ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের সেকেন্ডারি এলাকায় নন্দনপুর উচ্চবিদ্যালয়ের। যাকে ঘিরে ইতিমধ্যে পড়ে গিয়েছে শোরগোল।
দাসপুর: স্কুলের ছাত্র। তারাই আবার চুরি করল স্কুলের কম্পিউটার। একটা দুটো নয়, প্রায় পাঁচটি কম্পিউটার চুরি করার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। তারপরে সেই কম্পিউটার রাতের অন্ধকারে আবার স্কুলে ফেরত দিতে এসে হাতেনাতে ধরা পড়ে গেল গ্রামবাসীদের কাছে। জানাজানি হতেই খবর দিয়ে পড়ুয়াদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের সেকেন্ডারি এলাকায় নন্দনপুর উচ্চবিদ্যালয়ের। যাকে ঘিরে ইতিমধ্যে পড়ে গিয়েছে শোরগোল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র (তিন বন্ধু) শুক্রবার রাতে কয়েকটি কম্পিউটার বস্তাবন্দি করে নিয়ে যায়। সেই সময় গ্রামের কয়েক জনের সন্দেহ হয়েছিল। তবে বিবেকের তাড়নায় শনিবার রাতে তারা বস্তাবন্দি অবস্থায় স্কুলে এসে কম্পিউটার ফেরত দিতে যায়। সেই সময় গ্রামের মানুষজন তাদের পাকড়াও করে।
ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর দেওয়া হয় দাসপুর থানায়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। যদিও এ বিষয়ে স্কুল পরিচালন কমিটির সভাপতি সুনীল ভৌমিক বলেন, “পাঁচটি কম্পিউটার চুরি হয়েছিল গ্রামবাসীদের তৎপরতায় সেগুলি আবার উদ্ধার হয়েছে। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। এমনকী যাতে এই প্রবণতা কমানো যায় সেই বিষয়ে আমাদের নজরদারি চালাতে হবে।”