Suicide: বাপের বাড়ি যেতে পারেননি, দরজা বন্ধ করে চরম সিদ্ধান্ত নিলেন সৌমি
Paschim Medinipur: জানা গিয়েছে, গৃহবধূর বাপের বাড়ি চন্দ্রকোনার পলাশচাবড়ী এলাকায়। মঙ্গলবার বাপের বাড়িতে পুজো ছিল। সেই পুজোয় বাপের বাড়ি যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে মতবিরোধ হয়।

ক্ষীরপাই: বাপের বাড়ির পুজোয় যেতে না পেরে অভিমান। বাড়িতেই গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা গৃহবধূর। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বামারিয়া এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে। মৃত গৃহবধূর নাম সৌমি মণ্ডল (২৩)। তাঁর স্বামী মনীন্দ্র মণ্ডল। ঘটনার সময় বাড়ির ভিতরে ছিলেন অসুস্থ শ্বশুর শাশুড়ি। আর স্বামী ছিলেন বাড়ির বাইরে।পরিবারের সদস্যের অলক্ষ্যে নিজের রুমে যান সৌমি। তারপর তালা লাগিয়ে সিলিং ফ্যানে ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা গৃহবধূর।
জানা গিয়েছে, গৃহবধূর বাপের বাড়ি চন্দ্রকোনার পলাশচাবড়ী এলাকায়। মঙ্গলবার বাপের বাড়িতে পুজো ছিল। সেই পুজোয় বাপের বাড়ি যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে মতবিরোধ হয়। সকালের পরিবর্তে বিকেলে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলেন স্ত্রীকে। তারপরই দুপুরে স্বামীর অনুপস্থিতিতে আত্মহত্যার ঘটনা ঘটায় গৃহবধূ।
গৃহবধূ অনেকক্ষণ বাড়ি থেকে না বেরনোয় ছেলেকে খবর দেন মৃতার শ্বশুর-শাশুড়ি। বাড়ি ফিরে মৃতার স্বামী দেখেন তালা বন্ধ। ঘরের ভিতর ঝুলছেন স্ত্রী। তড়িঘড়ি দরজা খুলে গৃহবধূকে নামিয়ে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পৌঁছায় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খবর দেওয়া হয় মৃতার বাপের বাড়িতেও। যদিও এনিয়ে মুখ খুলতে চাননি মৃতার পরিবারের কেউই।
