Suvendu Adhikari: জন্মদিনে বিধায়কের ছেলেকে আশীর্বাদ করতে টোটো চড়ে গ্রামে গেলেন শুভেন্দু

Suvendu Adhikari: মঙ্গলবার শীতল কপাটের পান্না গ্রামের বাড়িতে ছেলের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান ছিল। তবে গ্রামের ভিতরে বিরোধী দলনেতার গাড়ি প্রবেশ করলে সমস্যায় পড়বেন জনসাধারণ। সেই কারণে টোটোতে চড়ে বিজেপি বিধায়কের বাড়ি গেলেন শুভেন্দু।

Suvendu Adhikari: জন্মদিনে বিধায়কের ছেলেকে আশীর্বাদ করতে টোটো চড়ে গ্রামে গেলেন শুভেন্দু
শীতল কপাটের ছেলের জন্মদিনে শুভেন্দুImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 7:44 AM

ঘাটাল: বিজেপি বিধায়ক শীতল কপাটের ছেলের জন্মদিন। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। নিমন্ত্রণ রক্ষা করতে টোটোয় চড়ে বিধায়কের বাড়ি পৌঁছলেন শুভেন্দু। প্রায় দেড় কিলোমিটার পথ টোটোয় শীতল কপাটের বাড়ি পৌঁছলেন তিনি।

মঙ্গলবার শীতল কপাটের পান্না গ্রামের বাড়িতে ছেলের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান ছিল। তবে গ্রামের ভিতরে বিরোধী দলনেতার গাড়ি প্রবেশ করলে সমস্যায় পড়বেন জনসাধারণ। সেই কারণে টোটোতে চড়ে বিজেপি বিধায়কের বাড়ি গেলেন শুভেন্দু। পৌঁছে বিধায়কের ছেলে সায়নকে করলেন আশীর্বাদ। তারপরে ফের টোটোতে চড়ে পান্না গ্রামের বাইরে এসে ডেবরার উদ্দেশ্যে রওনা দেন।

শীতল কপাট বলেন, “উনি সব রকম পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। উনি জাত-পাত কিছুই ভাবেন না। সব সময় ভাবেন আমরা সবাই ভারতের সন্তান। তাই সেটা টোটো, ট্রেন, বাস, ট্রাম, উড়ো জাহাজ যাই হোক না কেন ওনার কাছে সেটা ম্যাটার করে না। আমার কাছে গর্বের বিষয় যে উনি আমার ছেলেকে আর্শীবাদ করেছেন। প্রায় দেড় কিলোমিটার পথ উনি টোটোয় এসেছেন।”