চন্দ্রকোনা: শ্রমিকদের থেকে করা উপার্জনের টাকা নাকি দিতে হচ্ছে তৃণমূল নেতাকে। আইএনটিটিউসি-র ব্লক সভাপতির বিরুদ্ধে উঠল এমনই গুরুতর অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব তাঁর দলেরই অপর তৃণমূল নেতা। আর যা নিয়ে শুরু হয়েছে শোরগোল। যদিও, অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের রয়েছে ১৫ টি কোল্ড স্টোর। চলতি মরশুমের এই সময়টাই হিমঘরে রাখা হয় আলু মজুতের কাজ। সেই জন্য প্রতিনিয়ত কোল্ড স্টোরে আলু লোড ও আনলোডের কাজের জন্য প্রচুর শ্রমিক প্রতিনিয়ত কাজ করছেন। অভিযোগ,আর সেই শ্রমিকদের থেকেই মাথাপিছু ১০০ টাকা করে চাওয়া হচ্ছে চলতি সময়ে দাবি শ্রমিকদের। কার্তিক প্রামাণিক নামে এক শ্রমিক বলেন, “তৃণমূল সভাপতি এসেছিল। কখনও অনুপমদা আসেন। আমাদের বলল আপনারা কিছুই বোঝেন না শ্রমিক শ্রেণি। যেটা বলছি সেটা করুন। আগের বছর থেকে টাকা দিয়ে যাচ্ছি। এইবছর আমাদের বলছে ব্রিগেড যাওয়া হবে তাই ৪০০ টাকা দিতে হবে। আগামী ২০ তারিখের মধ্যে আবার টাকা চেয়েছেন।”
আর এই টাকা চাইছে আইএনটিটিউসি-র ব্লক তৃণমূল সভাপতি অনুপম ঘোষ (পিন্টু)। অপরদিকে, এই নিয়ে সোচ্চার হয়েছেন ব্লক সভাপতি হীরালাল ঘোষ। তিনি আবার একটি নির্দেশিকা জারি করেছেন। বলেছেন, এই টাকা তোলা যাবে না। অভিযুক্ত তৃণমূল নেতা অনুপম ঘোষ বলেন, “আমি এক বছর হল দায়িত্ব পেয়েছি। খোঁজ করে দেখলে বুঝতে পারবেন কোথাও টাকা নেওয়া হয়নি। ১৮ই ফেব্রুয়ারি শ্রমিকদের স্বার্থে একটা সম্মেলন হয়। টাউন হল ভাড়া করা হয়েছিল। সেই সময় ব্লক সভাপতি হীরালাল বাবুকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। উনি যাবেন না বলে জানান। সেই সময় শ্রমিকদের আমি মাছ ভাত খাইয়েছি। যদি কেউ স্বেচ্ছায় দু’পাঁচ টাকা দেয় তাহলে কি সেটা অন্য়ায়?” অপরদিক, ব্লক তৃণমূলের সভাপতি হীরালাল ঘোষ বলেন, “অনেক শ্রমিকরা আমার কাছে অভিযোগ করেছেন। প্রায় এক হাজারের উপর শ্রমিক রয়েছে। ওদের কাছে ১০০ টাকা করে নেওয়া হলে কত টাকা হয় ভাবুন। আমি সঙ্গে সঙ্গে জানাই যে এই টাকা দেওয়া যাবে না।”