AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Medinipur: বন্দি মৃত্যুর ঘটনায় দুই নিরাপত্তা কর্মীকে সাসপেন্ড মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের

Medinipur: শুক্রবার হাসপাতালে মারা যান ওই বন্দি। গত ৫ মে হাড়ের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন দুলাল ভক্তা নামে ওই বিচারাধীন বন্দি।

Medinipur: বন্দি মৃত্যুর ঘটনায় দুই নিরাপত্তা কর্মীকে সাসপেন্ড মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের
বন্দির মৃত্যুতে সাসপেন্ড দুই নিরাপত্তা রক্ষী।
| Edited By: | Updated on: May 14, 2023 | 9:55 PM
Share

মেদিনীপুর: বন্দি মৃত্যুর (Death) ঘটনায় সাসপেন্ড করা হল দুই ওয়ার্ডেনকে। মেদিনীপুর (Medinipur) মেডিক্যাল কলেজ হাসপাতালের নকশাল কেবিন থেকে বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার হয় শুক্রবার। দুলাল ভক্তা (৫৫) নামে ওই প্রৌঢ় ঝাড়গ্রাম জেলার বিরিহান্ডির বাগছাপা গ্রামের বাসিন্দা ছিলেন। শুক্রবারের এই ঘটনায় রবিবার দু’জনকে সাসপেন্ড করল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ। উল্লেখ্য, এই ঘটনায় শুক্রবারই দু’জন নিরাপত্তা রক্ষীকে শোকজ করেছিল জেল কর্তৃপক্ষ। ঘটনার পরই মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ দায়িত্বরত ওই দুই ওয়ার্ডনকে শোকজ করে। শনিবারের মধ্যে তাঁদের জবাব তলব করা হয়। এরপরই রবিবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ দু’জনকে সাসপেন্ড করে। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয় তাঁদের।

এই দু’জনের সংশোধনাগারের ভিতরে ঢোকার ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতির নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে ঝাড়গ্রাম থানায় একটি অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন দুলাল ভক্তা। সেই মামলা কোর্টে ওঠে। শুনানি শুরু হয়।

গত বছর ২০ সেপ্টেম্বর থেকে ঝাড়গ্রাম জেলে বিচারাধীন বন্দি হিসাবে থাকতে শুরু করেন তিনি। চিকিৎসার যাতে সুবিধা হয়, সে কারণেই দুলালকে গত ১ এপ্রিল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়। চলতি মাসের ৫ মে হাড়ের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য মেদিনীপুর হাসপাতালে ভর্তি হন এই বিচারাধীন বন্দি। ১২ মে হাসপাতালেই এমন ঘটনা ঘটে। কেবিনের বাইরে নিরাপত্তারক্ষীরা থাকলেও কীভাবে এমন ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে জেল কর্তৃপক্ষ ও পুলিশ।