West Bengal Panchayat Elections 2023: কোথায় দলের আইনশৃঙ্খলা? নির্দলে জিতে ফের তো ফিরলেন তৃণমূলেই!
West Bengal Panchayat Elections 2023: মঙ্গলবার দাসপুরের সোনামুইতে একেবারে অন্যছবি ধরা পড়েছে। এবার পঞ্চায়েত নির্বাচনে গৌরা গ্রাম পঞ্চায়েতের ২৬৬ নম্বর সোনামুই বুথের তৃণমূল প্রার্থী বিমল মণ্ডলকে হারিয়ে জয়লাভ করেন নির্দল প্রার্থী শুভেন্দু মণ্ডল।
দাসপুর: পঞ্চায়েত নির্বাচনে জয়ী নির্দল প্রার্থী যোগদান করলেও তৃণমূলে। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, নির্দলকে নেওয়া হবে না দলে। তারপরও পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে নির্দল প্রার্থী যোগদান করল তৃণমূলে।
তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে দিলেন দাসপুরের তৃণমূল বিধায়ক মমতা ভুঁইঞা। মঙ্গলবার দাসপুরের সোনামুইতে একেবারে অন্যছবি ধরা পড়েছে। এবার পঞ্চায়েত নির্বাচনে গৌরা গ্রাম পঞ্চায়েতের ২৬৬ নম্বর সোনামুই বুথের তৃণমূল প্রার্থী বিমল মণ্ডলকে হারিয়ে জয়লাভ করেন নির্দল প্রার্থী শুভেন্দু মণ্ডল। জানা গিয়েছে, নির্দলের শুভেন্দু লাঙল চিহ্নে মোট ৩৩৬টি ভোট পেলেও তৃণমূলের বিমল জোড়া ফুলে মোট ১৪৬টি ভোট পান।
সোনামুই হাইস্কুলে আনুষ্ঠানিকভাবে এই নির্দলের শুভেন্দু মণ্ডল তৃণমূলে যোগদান করলেন। এই যোগদান পর্বে হাজির থাকতে দেখা গেল দাসপুর ২ তৃণমূলের ব্লক সভাপতি সৌমিত্র সিংঘ রায় পাশাপাশি দাসপুরের তৃণমূল বিধায়ক মমতা ভুঁইঞা।
তবে বিধায়কের বক্তব্য, শুভেন্দু মণ্ডল তৃণমূলের কর্মী ছিলেন না। তৃণমূলের সমর্থক ছিলেন। মানুষ তাঁকে ভালবাসে। একজন সাধারণ মানুষ। তাই তাঁকে দলে নেওয়া হয়েছে। তবে শুভেন্দু কখনই তৃণমূল কর্মী ছিলেন না, সমর্থক ছিলেন।
অন্যদিকে শুভেন্দুর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের আদর্শে অনুুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগ দিয়েছেন।