West Midnapore Fire: অদ্ভূত একটা শব্দ শুনে টনক নড়ে প্রতিবেশীদের, ততক্ষণে মৃত্যুর মুখোমুখি মা-ছেলে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 17, 2022 | 2:09 PM

WMID Fire: বাইরে বেরিয়ে এসে প্রতিবেশীরা দেখেন রুকসানা বিবির ঘর দাউ দাউ করে জ্বলছে। ছেলেকে নিয়েই ভিতরে আটকে পড়েছেন রুকসানা বিবি।

West Midnapore Fire: অদ্ভূত একটা শব্দ শুনে টনক নড়ে প্রতিবেশীদের, ততক্ষণে মৃত্যুর মুখোমুখি মা-ছেলে
বাড়িতে আগুন (নিজস্ব চিত্র)

Follow Us

পশ্চিম মেদিনীপুর: রাত তখন দশটা। রাতের খাবার সারছিলেন পড়শিরা। আচমকাই কানে আসে আর্তনাদ। মা-ছেলের বুক ফাঁটা কান্না। বাইরে বেরিয়ে এসে প্রতিবেশীরা দেখেন রুকসানা বিবির ঘর দাউ দাউ করে জ্বলছে। ছেলেকে নিয়েই ভিতরে আটকে পড়েছেন রুকসানা বিবি। যতক্ষণে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়, ততক্ষণে সব শেষ। ঝলসে গিয়েছে মা-ছেলের শরীরের আশি শতাংশই। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। মেদিনীপুরের সদর ব্লকের ছেড়ুয়া গ্রামের ঘটনা।

বুধবার রাতে ছেড়ুয়া গ্রামের বাসিন্দা শেখ কাশীরুদ্দিনের বাড়িতে আগুন লাগে। সে সময় বাড়ির ভেতরেই ছিলেন কাশীরুদ্দিনের স্ত্রী রুকসানা বিবি ও দু বছরের ছেলে আব্দুল মন্ডল। কীভাবে বাড়িতে আগুন লাগল, তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ ওই গ্রামের প্রায় সব বাড়িতেই বাজি তৈরি হয়, তা থেকেই কোনওভাবে আগুন লেগে থাকতে পারে। গ্রামবাসীদের একাংশের তরফে এই মত উঠে আসছে।

অন্যদিকে, রুকসানার পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল রুকসানা বিবি ও তাঁর স্বামীর মধ্যে। আগে একাধিক সময় রুকসানাকে মারধরও করা হয় বলে অভিযোগ। আহতের বাপের বাড়ির সদস্যদের দাবি, কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা সরেজমিনে খতিয়ে দেখতে হবে পুলিশকে। এখনও পর্যন্ত ঘটনা নিয়ে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে খবর পেয়ে স্বতঃপ্রণোদিতভাবে মামলা শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। মজুত করা বাজিতে আগুন লেগে এই ঘটনা নাকি গোটা ঘটনার পিছনে রয়েছে অন্য কোনও রহস্য, তাই খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত হদিস মেলেনি অগ্নিদগ্ধ গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যদের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: Madhyamik Examination 2022: মাধ্যমিকে টুকলি করতে দেননি শিক্ষকরা, তা বলে মাঝরাতে এমন কাণ্ড! ভয়ে কাঁটা প্রধান শিক্ষকই

আরও পড়ুন: Memari Crime News: ফোন করে ডেকেছিলেন প্রেমিকা, উঠোনেই বাড়ির ছেলেকে এমন অবস্থায় দেখবেন কল্পনাও করতে পারেননি বাবা-মা!

Next Article