Petrol Diesel Price Today: রাজ্যে রেকর্ড ১১৫! জেনে নিন কোন জেলায় সবচেয়ে কমে মিলছে পেট্রোল

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Apr 05, 2022 | 5:44 PM

Petrol Rate Today: মঙ্গলবারের পেট্রোল-ডিজেলের গ্রাফ দেখলে বোঝা যাবে কলকাতার থেকেও দার্জিলিংয়ে বেশি দামে বিকচ্ছে পেট্রোল।

Petrol Diesel Price Today: রাজ্যে রেকর্ড ১১৫! জেনে নিন কোন জেলায় সবচেয়ে কমে মিলছে পেট্রোল
রাজ্যে বাড়ছে পেট্রোলের দাম (প্রতীকী ছবি)

Follow us on

কলকাতা: জ্বালানির জ্বালায় জেরবার আমজনতা। ক্রমেই বেড়ে চলেছে জ্বালানির দাম। শুধুমাত্র মেট্রো শহরই নয়, জেলাগুলিতেও পাল্লা দিয়েই বাড়ছে জ্বালানি তেলের দাম। সব জেলাতেই সেঞ্চুরি করেছে পেট্রোল। ডিজেল ছুঁয়েছে ১০০। তবে, মঙ্গলবারের পেট্রোল-ডিজেলের গ্রাফ দেখলে বোঝা যাবে কলকাতার থেকেও দার্জিলিংয়ে বেশি দামে বিকচ্ছে পেট্রোল। কলকাতায় এখনও অবধি পেট্রোলের বর্ধিত দাম লিটার পিছু ১১৪ টাকা ২৮ পয়সা। অন্যদিকে, মঙ্গলবার দার্জিলিংয়ে পেট্রোলের দাম ১১৫ টাকা ৯৯ পয়সা দাঁড়িয়েছে। শুধু দার্জিলিং নয়, উত্তরবঙ্গের একাধিক জেলায় এই জ্বালানির দাম মেট্রো শহরকে হার মানিয়েছে। আর এই বর্ধিত দামের মধ্যেই কয়েক জেলায় এখনও ১১৪ টাকাতেই বিকচ্ছে পেট্রোল তবে ঊনিশ-বিশ হয়েছে পয়সাতে। আগামিকাল (বুধবার) সকাল ৬ টা থেকে নতুন দর কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বাড়ায়, নিত্যদিনই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। লাগাতার মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে আমাদের নিত্যদিনের জীবনে। বাজারে সব জিনিসের দাম বাড়তে শুরু করেছে হু হু করে। শাক-সবজি থেকে শুরু করে মাছ, মাংস সব কিছুর দামের উপরেই সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে গেলেই পকেটে ছ্যাকা খাচ্ছেন আমজনতা। তার মধ্যে আবার জ্বালানির মূল্য বৃদ্ধিতে রীতিমত নাজেহাল অবস্থা মধ্যবিত্তের।

Petrol

পেট্রোলের গ্রাফ(গ্রাফিক্স: অভিজিৎ বিশ্বাস)

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার পেট্রোল-ডিজেলের দাম

আলিপুরদুয়ার- সোমবার জেলায় ১১৪ টাকা ৬৫ পয়সা দরে বিকিয়েছে পেট্রোল। এরপর মঙ্গলবার ৪০ পয়সা বেড়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১১৫ টাকা ০৫ পয়সা হয়েছে।

বাঁকুড়া- মঙ্গলবার জেলায় ১১৪ টাকা ৫৪ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে।

বীরভূম- মঙ্গলবার জেলায় ১১৪ টাকা ৯০ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে।

কোচবিহার- মঙ্গলবার জেলায় ১১৫ টাকা ৩৬ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে।

দক্ষিণ দিনাজপুর- মঙ্গলবার জেলায় ১১৪ টাকা ৫৮ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে।

দার্জিলিং-মঙ্গলবার জেলায় ১১৪ টাকা ২২ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে।

হুগলি-মঙ্গলবার জেলায় ১১৪ টাকা ৯০ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে।

হাওড়া-মঙ্গলবার জেলায় ১১৪ টাকা ২৮ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে।

জলপাইগুড়ি-মঙ্গলবার জেলায় ১১৪ টাকা ৩৯ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে।

কালিম্পং-মঙ্গলবার জেলায় ১১৪ টাকা ২১ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে।

কলকাতা-মঙ্গলবার জেলায় ১১৪ টাকা ২৮ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে।

মালদা- মঙ্গলবার জেলায় ১১৪ টাকা ১৮ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে।

মুর্শিদাবাদ-মঙ্গলবার জেলায় ১১৫ টাকা ১৫ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে।

নদিয়া-মঙ্গলবার জেলায় ১১৫ টাকা ৭৯ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে।

উত্তর ২৪ পরগনা-মঙ্গলবার জেলায় ১১৫ টাকা ৮৬ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে।

পশ্চিম বর্ধমান- মঙ্গলবার জেলায় ১১৪ টাকা ১২ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে।

পশ্চিম মেদিনীপুর-মঙ্গলবার জেলায় ১১৪ টাকা ৯২ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে।

পুরুলিয়া-মঙ্গলবার জেলায় ১১৫ টাকা ১১ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা-মঙ্গলবার জেলায় ১১৪ টাকা ২৮ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে।

উত্তর দিনাজপুর-মঙ্গলবার জেলায় ১১৪ টাকা ৭২ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে।

আরও পড়ুন: Anubrata Mondal: বীরভূম থেকে কলকাতার উদ্দেশে রওনা অনুব্রতর, এবার কি তবে সিবিআই হাজিরা?

Latest News Updates

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla