PM Narendra Modi: ক’টায় বিমানে উঠছেন, কখন নামছেন, জেনে নিন মোদীর পুরো সূচি
Narendra Modi in Bengal: শনিবার সকাল ৮:৩০ মিনিটে দিল্লির পালাম বিমানবন্দর থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। ঘড়ির কাঁটায় ঠিক সকাল ১০:৩০ মিনিটে তাঁর বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকে সোজা চলে যাবে সভাস্থলে।
কলকাতা: চলছে এসআইআর। এরইমধ্যে আবার বাংলায় নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। তারমধ্যেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মতুয়াগড়ে রয়েছে সভা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। শনিবার সকাল ৮:৩০ মিনিটে দিল্লির পালাম বিমানবন্দর থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। ঘড়ির কাঁটায় ঠিক সকাল ১০:৩০ মিনিটে তাঁর বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকে সোজা চলে যাবে সভাস্থলে।