Pujoy Pulse 2025: আসানসোল-শিলিগুড়িতে পুজোর আমেজ পৌঁছে দেবে পালস, জানুন কোথায় গেলে পাবেন ‘গোলমোল’

Pujoy Pulse in Durga Puja: তারপর তা চলে যাবে আসানসোলের আরও একটি জায়গায়। সংস্থা তরফে জানা গিয়েছে, ৩টে পর সরাসরি নিউ আসানসোল সেন্ট্রাম মলের কাছে পৌঁছে যাবে পুজোয় পালসের ক্যান্টার। থাকবে বিকাল ৪টে থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।

Pujoy Pulse 2025: আসানসোল-শিলিগুড়িতে পুজোর আমেজ পৌঁছে দেবে পালস, জানুন কোথায় গেলে পাবেন গোলমোল
কোথায় কোথায় থাকছে পুজোয় পালসের ট্যাবলো?Image Credit source: TV9 Bangla

| Edited By: Avra Chattopadhyay

Sep 22, 2025 | 11:05 AM

আসানসোল ও শিলিগুড়ি: দুই বছরের ন্য়য় তৃতীয় বছরও জেলাওয়াড়ি সফরে বেরিয়ে পড়েছে পুজোয় পালসের ক্যান্টার। কলকাতা, ব্য়ারাকপুর, রানাঘাট, বীরভূম-বোলপুর হয়ে ধীরে ধীরে উত্তরবাংলার দিকে এগিয়ে যাচ্ছে পালের ‘পুজোর গাড়ি’। জেলায় জেলায় পৌঁছে দিচ্ছে পুজো শুরুর আনন্দ।

সোমবার রাজ্যের আরও দুই জেলা পৌঁছে গিয়েছে পালস। একটি পশ্চিম বর্ধমানের আসানসোল। অন্যটি দার্জিলিং জেলার অন্তর্গত শিলিগুড়ি। কিন্তু কোথায় কখন আর কতক্ষণ দেখা যাবে পালসের ক্যান্টার? সংস্থা তরফে জানা গিয়েছে, এদিন দিনভর দুই এলাকায় ঘুরে বেড়াবে পুজোয় পালসের ক্যান্টার।

আসানসোলবাসীদের কাছে কখন পৌঁছবে পালস?

এদিন সকাল ১১টার মধ্য়েই পৌঁছে যাবে পালসের ক্যান্টার। অপেক্ষা করবে উদ্বিগ্ন ‘অতিথিদের’ জন্য। গত কয়েকদিন ধরেই সেই ছবি নানা জায়গায় ধরাও পড়েছে। পালসের ক্যান্টার দেখতেই উদ্বিগ্ন চোখে এগিয়ে এসেছেন পথচারিরা। আর ফিরে গিয়েছেন হাসি মুখে। সোমবার আসানসোল বাসস্ট্যান্ডের কাছে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত থাকবে পালসের ক্যান্টার।

তারপর তা চলে যাবে আসানসোলের আরও একটি জায়গায়। সংস্থা তরফে জানা গিয়েছে, ৩টে পর সরাসরি নিউ আসানসোল সেন্ট্রাম মলের কাছে পৌঁছে যাবে পুজোয় পালসের ক্যান্টার। থাকবে বিকাল ৪টে থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।

শিলিগুড়িবাসীদের কাছে কখন পৌঁছবে পালস?

সংস্থা তরফে জানা গিয়েছে, সোমবার সকাল ১১টা নাগাদ শিলিগুড়ি মহিলা কলেজের সামনে পথচারিদের জন্য অপেক্ষা করবে পুজোয় পালসের ক্যান্টার। সেখানে থাকবে দুপুর ৩টে পর্যন্ত। তারপর তা সরাসরি চলে যাবে এসএফ রোডের দিকে। সেখানে পুজোয় পালসের ক্য়ান্টার থাকবে বিকাল ৪টে থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।