
জেলায় জেলায় ঘুরছে পুজোয় পালস-র ক্যান্টার। টানা দু’বছরের সাফল্যকে সঙ্গী করে তৃতীয় বছরের জন্য আবার পুজোর আবেগে বাঙালির সঙ্গে তাল মেলাতে নেমে পড়েছে পালস।

গত দিন দু’য়েক ধরে বাঁকুড়া ও বহরমপুরের নানা জায়গায় ঘুরছে পুজোয় পালস-র ক্যান্টার। সোমবারও থাকবে সেখানেই।

বাঁকুড়াবাসী দু’টি জায়গায় পুজোয় পালস-র ক্যান্টারের দেখা পেতে পারেন। একটি বাঁকুড়ার গোবিন্দ নগর বাসস্ট্যান্ড। অন্যটি, কাটজুরিডাঙ্গায়।

পালসের তরফে জানা গিয়েছে, বেলা ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত গোবিন্দ নগর বাসস্ট্যান্ডে থাকবে পুজোয় পালস-র ক্যান্টার। তারপর তা সোজা চলে যাবে কাটজুরিডাঙ্গায়। সেখানে থাকবে বিকাল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত।

এই সময়কালে স্থানীয়রা যোগ দিতে পারবেন পুজোয় পালস-র ‘উৎসবে’, চেখে দেখবেন তাদের তৈরি ‘ছোটবেলার স্বাদ’।

তবে এই আনন্দ যে শুধু বাঁকুড়াবাসীর জন্যই সীমিত থাকছে এমনটা একেবারেই নয়। বাঁকুড়ার পাশাপাশি, বহরমপুরেও দেখা মিলবে পুজোয় পালস-র ক্যান্টারের।

আজ কোথায় যাবে পুজোয় পালস?

তারপর তা চলে যাবে, গিরিজা মোড়ে। সেখানে থাকবে বিকাল ৪টে থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।