Dugra Puja With Pulse: গাড়ি জেতার সুযোগ এবার আপনার দরজায়, আসানসোলে পৌঁছে গেল ট্যাবলো
Dugra Puja With Pulse: ২২টি শহরে ঘোরার পর দেখা হবে, কে সঠিক উত্তর দিয়েছেন। প্রথম হলে চারচাকা গাড়ি পুরস্কার দেওয়া হবে। এছাড়া দ্বিতীয় হলে মোটরবাইট ও তৃতীয় হলে একটি স্কুটি দেওয়া হবে।

আসানসোলে হাজির TV9 বাংলার ট্যাবলোImage Credit: TV9 Bangla
আসানসোল: ঢাকে পড়েছে কাঠি। এখন শুধুই দিন গোনা। বাঙালির সেরা উৎসবের অপেক্ষা আর একমাসও নয়। পুজোর কেনাকাটা আর প্ল্যানিং-এ ব্যস্ত বাঙালির জন্য আরও একটা সুখবর। এবার পুজোয় জিতে নেওয়া যেতে পারে ব্র্যান্ড নিউ গাড়ি, যা পুজোর আনন্দকে বাড়িয়ে দেবে কয়েক গুন। Pulse ক্যান্ডি-র সঙ্গে হাত মিলিয়ে সে সুযোগ এনেছে TV9 বাংলা। ইতিমধ্যেই পথে নেমেছে ‘পুজোয় পালস’-এর ট্যাবলো। তাই সুযোগ হাতছাড়া না করতে অংশ নিতে পারেন আপনারাও।
রাজ্যের মোট ২২টি শহরে ঘুরবে TV9 বাংলা ও Pulse-এর ট্যাবলো। বুধবারই আসানসোলে পৌঁছেছে এমনই একটি ট্যাবলো। ট্যাবলোতেই বিশেষ প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে। প্রথম দিনই বহু পথচলতি মানুষ অংশ নিয়েছেন সেই প্রতিযোগিতায়। পরপর বিভিন্ন জেলার একাধিক শহরে দেখা যাবে সেই ট্যাবলো।
ওই ট্যাবলোতে থাকবে বেশ কিছু পালস ক্যান্ডি। সঙ্গে থাকছে একটি কিউআর কোড। সেই কোড স্ক্যান করে নিজের নাম, ঠিকানা নথিভুক্ত করতে হবে। কতগুলি পালস ক্যান্ডি আছে, তা অনুমান করে লিখে দিতে হবে একই সঙ্গে। ২২টি শহরে ঘোরার পর দেখা হবে, কে সঠিক উত্তর দিয়েছেন। প্রথম হলে চারচাকা গাড়ি পুরস্কার দেওয়া হবে। এছাড়া দ্বিতীয় হলে মোটরবাইট ও তৃতীয় হলে একটি স্কুটি দেওয়া হবে।
