Woman Harassment: শৌচকর্ম করতে যাওয়ার সময় মহিলাকে গণ-ধর্ষণের অভিযোগ, আউশগ্রামে গ্রেফতার ৪
Woman harassment: অভিযুক্ত তিনজনের বাড়ি আউশগ্রামে। একজনের বাড়ি গলসীতে জানা গিয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে আইপিসি ৩৭৬ ডি ধারায় মামলা রজু করেছে পুলিশ।
আউশগ্রাম: আউশগ্রামে আদিবাসী মহিলাকে গণ-ধর্ষণের ঘটনায় গ্রেফতার চারজন। অভিযুক্তদের গ্রেফতার করেছে আউশগ্রাম থানার পুলিশ। শুক্রবার রাত্রিবেলা এদের প্রত্যককে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। শনিবার সকলের স্বাস্থ্য পরীক্ষার পর বর্ধমান আদালতে তোলা হয়। অভিযুক্ত তিনজনের বাড়ি আউশগ্রামে। একজনের বাড়ি গলসীতে জানা গিয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে আইপিসি ৩৭৬ ডি ধারায় মামলা রজু করেছে পুলিশ।
উল্লেখ্য, পূর্ব বর্ধমানের আউশগ্রামের জঙ্গলে এক মাঝ-বয়সী আদিবাসী মহিলাকে গণ-ধর্ষণের অভিযোগ ওঠে। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে ওই মহিলা শৌচকর্ম করতে জঙ্গলে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় তিনজন দুষ্কৃতী তাকে আক্রমণ করে। তিনজন মিলে গণ-ধর্ষণ করে জঙ্গলে ফেলে রেখে যায়। এরপর নির্যাতিতাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
শুক্রবার দুপুরে বর্ধমান হাসপাতালে আসেন জেলার উচ্চপদস্থ পুলিশ অফিসাররা। যদিও তারা এ বিষয়ে কিছু বলতে চাননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দুস্কৃতীদের খোঁজ করা হচ্ছে।