
পূর্ব বর্ধমান: চতুর্থ দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠেছে। পূর্ব বর্ধমানের ভাতারে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল সোমবার। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভাতারের ঢেরিয়া গ্রামে বিজেপির বুথ এজেন্টকে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও পাল্টা তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার অভিযোগ তোলে।
বিজেপির দাবি, ঢেরিয়া গ্রামের ৬৬ ও ৬৭ নম্বর বুথে বিজেপির বুথ এজেন্টকে তৃণমূলের তরফে প্রথম থেকেই হুমকি হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল। এজেন্টকে বুথ থেকে সরানোর আপ্রাণ চেষ্টা চলে। অভিযোগ, খবর পেয়ে পাশের গ্রাম ভাটাকুল থেকে চারজন বিজেপি নেতা সেখানে যান। তবে ওই নেতারা গ্রামে ঢোকার আগেই তৃণমূলের ৩০-৩৫ জন কর্মী তাঁদের লাঠি, রড দিয়ে মারধর করেন বলে অভিযোগ।
ঘটনায় সুব্রত গোস্বামী নামে এক বিজেপি কর্মীর মাথায় আঘাত লাগে বলে অভিযোগ উঠেছে। ভাতার থানায় এ নিয়ে লিখিত অভিযোগও দায়ের করা হয়। যদিও বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। বরং তাদের পাল্টা দাবি, বাইরে থেকে বেশ কিছু বিজেপি কর্মী ঢেরিয়া গ্রামে এসে বুথ দখলের চেষ্টা করছিল। গ্রামবাসীরা তার প্রতিবাদ করেন। বিজেপি ঘাবড়ে গিয়ে মিথ্যা গল্প বানিয়ে প্রচার করছে।