Purba Burdwan: গাজনের প্যান্ডেলেও ‘লক্ষ্মীর ভাণ্ডার’, বিজেপি বলছে রাজনীতি

Purba Burdwan: স্থানীয় বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দের কথায়, "তৃণমূলের নানা প্রকল্প 'সাথী', 'শ্রী' নিয়ে প্যান্ডেল সেজেছে। এসব তো রাজনৈতিক প্রচার ছাড়া আর কিছুই না। বোঝা যাচ্ছে তৃণমূলের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে।" কুড়মুনের বাসিন্দা তথা আয়োজক উজ্জ্বল কোনারের দাবি, এতে তো অসুবিধার কিছু নেই। এগুলো তো মানুষের উপকারের জন্যই। মানুষ তো পাচ্ছেন। মানুষকে আরও সচেতন করতে এটা করা হলে ক্ষতি কী?

Purba Burdwan: গাজনের প্যান্ডেলেও 'লক্ষ্মীর ভাণ্ডার', বিজেপি বলছে রাজনীতি
সেজেছে গাজনের মঞ্চ। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2024 | 9:51 PM

পূর্ব বর্ধমান: গাজনের উৎসবেও রাজনীতির প্রচার বলে অভিযোগ তুলছে বিজেপি। অভিযোগ, পূর্ব বর্ধমানের বিখ্যাত কুড়মুনের গাজনকে কেন্দ্র করে শাসকদলের অনুগামীরা রাজনীতি করছে। কুড়মুনে ৫০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী গাজনের মেলা বসে। মাটির মূর্তি দিয়ে বিভিন্ন দেবদেবী এবং পৌরাণিক কাহিনী সাজানো হয়। অভিযোগ, এবার মাটির মডেলের সাহায্যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং কার্যক্রম তুলে ধরা হয়েছে।

অভিযোগ উঠেছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে দুয়ারে রেশন কিংবা স্বাস্থ্যসাথী, সমস্ত সরকারি প্রকল্পের প্রচার করা হচ্ছে গাজনের উৎসব থেকে। স্থানীয় বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দের কথায়, “তৃণমূলের নানা প্রকল্প ‘সাথী’, ‘শ্রী’ নিয়ে প্যান্ডেল সেজেছে। এসব তো রাজনৈতিক প্রচার ছাড়া আর কিছুই না। বোঝা যাচ্ছে তৃণমূলের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে।”

তবে কুড়মুনের বাসিন্দা তথা আয়োজক উজ্জ্বল কোনারের দাবি, এতে তো অসুবিধার কিছু নেই। এগুলো তো মানুষের উপকারের জন্যই। মানুষ তো পাচ্ছেন। মানুষকে আরও সচেতন করতে এটা করা হলে ক্ষতি কী?