Burdwan Body: প্রেমের প্রস্তাবে ‘না’, মহালয়ার আগেই রাতেই ‘খুন’ স্কুলছাত্রী
Burdwan Body: ইতিমধ্যেই নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অরিত্র মণ্ডল ওরফে বিট্টু নামে এলাকারই এক যুবককে আটক করেছে পুলিশ। নাবালিকার বাবার অভিযোগ,বিট্টু নামের ওই যুবকই কিছুদিন আগে তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব গেয়।
বর্ধমান: গ্রামের যুবকের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল স্কুল পড়ুয়া নাবালিকা। তার মাশুল তাকে দিতে হল জীবন দিয়ে । মহালয়ার আগের রাতে বাড়ির অদূরে একটি পুকুর পাড়ে উদ্ধার হল স্কুল পড়ুয়ার নিথর দেহ। মেয়ের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখলেন বাবা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার আঝাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালমূলা গ্রামে। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম বর্ণালি দাস।
ইতিমধ্যেই নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অরিত্র মণ্ডল ওরফে বিট্টু নামে এলাকারই এক যুবককে আটক করেছে পুলিশ। নাবালিকার বাবার অভিযোগ,বিট্টু নামের ওই যুবকই কিছুদিন আগে তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব গেয়। তাঁর মেয়ে প্রত্যাখ্যান করেছিল । সে কারণে রাস্তায় বেরোলে বিট্টু তাঁর মেয়েকে হুমকি দিত বলেও অভিযোগ। বিষয়টি পরিবারকে জানিয়েছিল স্কুল পড়ুয়া।
নাবালিকার বাবার অভিযোগ, প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হওয়ার বদলা নিতেই তাঁর মেয়েকে খুন করা হয়েছে। শুক্রবার বাড়ির বাইরে বেরিয়েছিল নাবালিকা। দীর্ঘক্ষণ পরও বাড়ি না ফেরায় বাবা তাঁকে খুঁজতে বের হন। বাড়ির অদূরেই পুকুর পাড়ে মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন বাবা। অভিযোগ, নাবালিকাকে রাস্তায় একা পেয়ে শ্বাস রোধ করে খুন করেছে বিট্টু। পুলিশ বিট্টুকে জিজ্ঞাসাবাদ করছে।