Burdwan: কর্তব্যে গাফিলতির অভিযোগ, সাসপেন্ড বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ
Burdwan: অধ্যক্ষের অভিযোগ, পড়ুয়াদের দাবি ন্যায্য। তিনিও চান কলেজের উন্নয়ন হোক।তবে গভর্নিং বডি বা পরিচালন সমিতি টাকা না ছাড়ায় উন্নয়ন থমকে আছে। কলেজের উন্নয়নের কাজে পরিচালন সমিতি তার সঙ্গে অসহযোগিতা করছে বলে অভিযোগ করেন তিনি।

বর্ধমান: কর্তব্যে গাফিলতি, তহবিলের অব্যবস্থা ও কাজের ত্রুটির অভিযোগে সাসপেন্ড করা হল বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডলকে। শুক্রবার বর্ধমান রাজ কলেজের পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত কলজের অধ্যক্ষের দায়িত্ব সামলাবেন অধ্যাপক বিজয় চন্দ।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাস থেকেই রাজ কলেজে অধ্যক্ষকে নিয়ে অশান্তি চলছে। সেই সময় রাজ কলেজের উন্নয়ন থমকে থাকা নিয়ে লাগাতার আন্দোলন শুরু করেছিল পড়ুয়ারা। কলেজ অধ্যক্ষ টাকা আটকে রাখছেন বলে অভিযোগ করেন পড়ুয়ারা। অক্টোবর মাসে নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল।
অধ্যক্ষের অভিযোগ, পড়ুয়াদের দাবি ন্যায্য। তিনিও চান কলেজের উন্নয়ন হোক।তবে গভর্নিং বডি বা পরিচালন সমিতি টাকা না ছাড়ায় উন্নয়ন থমকে আছে। কলেজের উন্নয়নের কাজে পরিচালন সমিতি তার সঙ্গে অসহযোগিতা করছে বলে অভিযোগ করেন তিনি। এরপর ঘটনা নিয়ে বারবার কলেজের অধ্যক্ষ এবং পরিচালন সমিতির মধ্যে মতানৈক্য হয়। কলেজে পুলিশও যায়।
এরপর অধ্যক্ষকে তার বিভিন্ন ভুল কাজের জন্য শোকজ করে পরিচালন সমিতি। তার জবাব দেন অধ্যক্ষ। এরপর শুক্রবার ওই জবাবের ভিত্তিতে পরিচালন সমিতি আলোচনায় বসেন। সেখানেই অধ্যক্ষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রসঙ্গে পরিচালন সমিতির সভাপতি স্বপন কুমার পান বলেন, “অধ্যক্ষের বিভিন্ন কাজ নিয়ে প্রশ্ন ছিল। তাই শোকজ করা হয়েছিল।”
এদিন পরিচালন সমিতির সংখ্যাগরিষ্ঠ অংশ সন্তুষ্ট হয়নি। অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল বলেন, পরিকল্পনা করেই আমায় সরানো হয়েছে। কলেজে কর্মীর অপ্রতুলতা,অ্যাকাউন্টের কাজ করার মতো সুনির্দিষ্ট কর্মী না থাকা এবং অসহযোগিতার জন্যই সংশ্লিষ্ট সমস্যাগুলো সৃষ্ট হয়েছে বলে তিনি দাবি করেন। এই বিষয়ে তিনি আইনেরও দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। এমনকি আর্থিক অব্যবস্থারও অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি।
এদিকে অধ্যক্ষ সাসপেন্ড হওয়ায় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক বিজয় চাঁদকে সাময়িকভাবে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে কলেজ পরিচালন সমিতির তরফে।





