
বর্ধমান: পরীক্ষা চলাকালীন ভেঙে পড়ল ছাদের চাঙড়। আতঙ্কিত ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা। অল্পের জন্য বড়সড় বিপদ এড়াল বর্ধমান ১ নম্বর ব্লকের সদর পশ্চিম চক্রের জিয়াড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার তৃতীয় শ্রেণির পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা চলাকালীন স্কুলে। হঠাৎই ক্লাসরুমের ছাদের চাঙড় ভেঙে পড়ে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে। তবে কেউ আহত হননি।
শিক্ষকরা জানিয়েছেন, বহুদিন ধরেই ছাদের এই অবস্থা বেহাল। জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়ছে। মাঝেমধ্যেই ছাদের টুকরো খসে পড়ে। তবুও বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই চলছে পঠনপাঠন। অভিভাবকদের অভিযোগ, প্রতিদিন বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকতে হয়। তাঁদের দাবি, দ্রুত ছাদ মেরামতের ব্যবস্থা করা হোক।
বারবার বিভিন্ন স্তরে এই সমস্যার কথা জানানো হলেও, এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব বলেন, “স্কুলের কিছু কাজ ইতিমধ্যেই হয়েছে, বাকি কাজ খুব শীঘ্রই শুরু হবে।”
কয়েকদিন আগেই একই ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রঘুনাথবাড়ি রামতারক হাই স্কুলে। স্থানীয় সূত্রে খবর, ষষ্ঠ শ্রেণির পঞ্চম পিরিয়ডের ক্লাস চলছিল। ক্লাস শেষ হতে না হতেই বিশাল বড় ছাদের চাঙড় ভেঙে পড়ে ক্লাসের মধ্যেই।