Medinipur School: বৃষ্টির মধ্যে ক্লাসে ভেঙে পড়ল বিশাল চাঙড়, পড়ুয়াদের দুর্দশার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন হেড মাস্টার

Medinipur School: এলাকার লোকজন জানাচ্ছেন, বেশ কিছু বছর ধরেই স্কুলের অবস্থা খারাপ। জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। অধিকাংশ দেওয়ালে ধরেছে ফাটল। উঁকি দিচ্ছে বট, অশ্বত্থের চারা। প্রায়শই স্কুলের নানা প্রান্তে ভেঙে পড়েছে চাঙড়। কোথাও আবার ছাদ চুঁইয়ে পড়ছে জল।

Medinipur School: বৃষ্টির মধ্যে ক্লাসে ভেঙে পড়ল বিশাল চাঙড়, পড়ুয়াদের দুর্দশার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন হেড মাস্টার
শোরগোল গোটা এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2024 | 5:54 PM

পাঁশকুড়া: কয়েক মিনিট আগে শেষ হয়েছিল ক্লাসটা। সবে ক্লাস ছেড়েছে পড়ুয়ার দল। আর ঠিক সেই মুহূর্তেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের চাঙড়। বরাত জোরে প্রাণে বেঁচে যায় ছাত্ররা। চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রঘুনাথবাড়ি রামতারক হাই স্কুলে। স্থানীয় সূত্রে খবর, ষষ্ঠ শ্রেণির পঞ্চম পিরিয়ডের ক্লাস চলছিল। ক্লাস শেষ হতে না হতেই বিশাল বড় ছাদের চাঙড় ভেঙে পড়ে ক্লাসের মধ্যেই। তাতেই শোরগল পড়ে যায় গোটা স্কুলে। আর কয়েক মুহূর্ত আগে চাঙড়টা ভেঙে পড়লে কী অবস্থা হতো তা ভেবেই মাথায় হাত শিক্ষকদের। 

এদিকে এদিন সকাল থেকেই আবার জেলার নানা প্রান্তে চলছে প্রবল বৃষ্টি। সে কারণে পুরো স্কুল করা সম্ভব হয়নি বলে জানাচ্ছেন শিক্ষকেরা। পঞ্চম পিরিয়ডের পরেই বেজে যায় ছুটির ঘণ্টা। আর তারপরেই ঘটে যায় বিপত্তি। ছুটি না হলে যে কী হত তা ভেবে কূলকিনারা করতে পারছেন না এলাকার অভিভাবকেরা।অভিযোগও রয়েছে গুচ্ছ গুচ্ছ। 

এলাকার লোকজন জানাচ্ছেন, বেশ কিছু বছর ধরেই স্কুলের অবস্থা খারাপ। জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। অধিকাংশ দেওয়ালে ধরেছে ফাটল। উঁকি দিচ্ছে বট, অশ্বত্থের চারা। প্রায়শই স্কুলের নানা প্রান্তে ভেঙে পড়েছে চাঙড়। কোথাও আবার ছাদ চুঁইয়ে পড়ছে জল। অভিযোগ, অবস্থা এমনই যে মাঝেমধ্যেই ছাতা মাথায় দিয়ে ক্লাস করতে হয় পড়ুয়াদের। এরইমধ্যে একেবারে ক্লাসের মধ্যে বিশাল আকারের চাঙড় ভেঙে পড়তেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অভিযোগ, বিভিন্ন প্রশাসনিক দফতরে স্কুলের এই বেহাল দশা নিয়ে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। 

পড়ুয়া থেকে অভিভাবক সকলের দাবি, দ্রুত মেরামত করা হোক স্কুল। অন্যথায় আগামীতে যে কোনও সময় আরও বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে। এধিকে পড়ুয়াদের দুরাবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙেও পড়তে দেখা যায় স্কুলের প্রধান শিক্ষককে। এখন স্কুল মেরামতির জন্য কবে উদ্যোগ নেয় প্রশাসন। 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)