Pujoy Pulse 2025: ‘পুরো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে’, দুর্গাপুরে পালসের ক্যান্টর পৌঁছাতেই নামল জনতার ঢল

| Edited By: জয়দীপ দাস

Sep 20, 2025 | 8:48 PM

Pujoy Pulse Season 3: বাংলার শ্রেষ্ঠ উৎসব যখন দোড়গোড়ায় ঠিক তখনই গত দুই পর্বের অভূতপূর্ব সাফল্যকে সঙ্গী করে বহু প্রতীক্ষিত সিজিন থ্রি এবার একেবারে নতুন আঙ্গিকে চলে এসেছে। শিল্প শহর দুর্গাপুরে পালসের ক্যান্টর পৌঁছাতেই নামল মানুষের ঢল।

দুর্গাপুর: পুরোদমে শুরু হয়ে গিয়েছে টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন থ্রি-র যাত্রা। তৃতীয় পর্ব এবার এক্কেবারে নতুন রূপে। এবারের থিম গোল-কা-মোল। সোজা কথায়, পালস গোলমোল পুজোর মজা সেখানে। এবার পালসের ক্যান্টর পৌঁছে গেল দুর্গাপুুরে। ঘুরল শহরের নানা প্রান্তে। 

বাংলার শ্রেষ্ঠ উৎসব যখন দোড়গোড়ায় ঠিক তখনই গত দুই পর্বের অভূতপূর্ব সাফল্যকে সঙ্গী করে বহু প্রতীক্ষিত সিজিন থ্রি এবার একেবারে নতুন আঙ্গিকে চলে এসেছে। শিল্প শহর দুর্গাপুরে পালসের ক্যান্টর পৌঁছাতেই নামল মানুষের ঢল। তুমুল উচ্ছ্বাস দেখা গেল বাচ্চাদের মধ্যে। একজন তো মুখে দিয়েই বললেন, “ছোটবেলায় স্কুলে যেমন খেতাম, আচার কাকু যে তেঁতুলের আচার নিয়ে আসতো ঠিক ওইরকম খেতে।” শুধু চটপটা স্বাদের কামালই নয়, পালস মুখে দিয়ে চলল ক্য়ুইজও।