
জামালপুর: বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর যোগাযোগ করা যায়নি। বন্ধ ছিল ফোন। শনিবার দুপুর থেকে নিখোঁজ থাকার পর রবিবার পুকুর থেকে উদ্ধার হল তৃণমূল নেতার দেহ। ঘটনাটি পূর্ব বর্ধমানের জামালপুরের। মৃতের নাম শুভেন্দু মালিক(৪২)। মৃত ব্যক্তি তৃণমূল পরিচালিত পারাতল ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য। পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার ঘিরে নানা প্রশ্ন উঠছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার থেকে খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ও তৃণমূল কর্মীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। এদিন ইটলা এলাকার ছানা পট্টি মোড়ে একটি পুকুরের ধারে বাইক পড়ে থাকতে দেখা যায়। বাইকটি দেখে এগিয়ে যান স্থানীয় বাসিন্দারা। গাড়িটি শুভেন্দু মালিকের বলে একজন জানান। পাশে পড়েছিল জুতো। তারপরই দেখা যায়, পুকুরের জলে কারও মৃতদেহ ভাসছে। ওই গ্রাম পঞ্চায়েত সদস্যের পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। মৃতদেহটি শুভেন্দু মালিকের বলে শনাক্ত করেন। ঘটনাস্থলে জামালপুর থানার পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং তৃণমূল নেতৃত্ব উপস্থিত হন। সেখান থেকে দেহ উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান জানিয়েছেন, মৃত ব্যক্তি পারাতল ২ গ্রাম পঞ্চায়েতের পারুল এলাকার ১১৪ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য ছিলেন। নাম শুভেন্দু মালিক। বছর বিয়াল্লিশের শুভেন্দু পারুল এলাকারই বাসিন্দা। জামালপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে এই ঘটনা ঘটেছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কেন ওই নেতার ফোন বন্ধ ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে তৃণমূল এখনই এই নিয়ে বিশেষ কিছু বলতে চাইল না। মেহমুদ খান বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্ত এগোলে মৃত্যুর কারণ জানা যাবে।