Burdwan University: যাদবপুরের পর বর্ধমান বিশ্ববিদ্যালয়, স্থগিত কর্মসমিতির বৈঠক
আগামী ২৯ নভেম্বর অর্থাৎ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে উপাচার্যের ঘরে ওই বৈঠক হওয়ার কথা ছিল। রাজ্য উচ্চশিক্ষা দফতরের চিঠির ভিত্তিতে শনিবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসির সদস্যদের মৌখিকভাবে বৈঠক স্থগিত রাখার কথা জানান।

বর্ধমান: যাদবপুরের পর এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়েরও কর্মসমিতি বা এগজিকিউটিভ কাউন্সিলের (ইসি) বৈঠক স্থগিত হয়ে গেল। আগামী ২৯ নভেম্বর অর্থাৎ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে উপাচার্যের ঘরে ওই বৈঠক হওয়ার কথা ছিল। রাজ্য উচ্চশিক্ষা দফতরের চিঠির ভিত্তিতে শনিবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসির সদস্যদের মৌখিকভাবে বৈঠক স্থগিত রাখার কথা জানান। ইসি বা কর্মসমিতির বৈঠক বন্ধ থাকার ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে অচলাবস্থা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে
এদিকে ইসি মিটিং স্থগিত হওয়ার কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এসএফআই-এর জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী কটাক্ষ করে বলেছেন, “গোটা রাজ্যে যেমন সিভিক পুলিশ নিয়োগ করে প্রশাসন চালানো হচ্ছে। তেমনি সিভিক উপাচার্য নিয়োগ করে শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করা হচ্ছে।” অবিলম্বে বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্যের দাবী জানান তিনি।
অন্যদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেছেন, “এসএফআই তো বিজেপির সুরে কথা বলছেন। সুপ্রিম কোর্টের নির্দেশকেও অমান্য করছেন রাজ্যপাল। তাঁর পছন্দের লোককে উপাচার্য নিয়োগ করা হচ্ছে।”
প্রসঙ্গত, শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মসমিতির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তা নিয়ে আপত্তি জানান শিক্ষ দফতর। এর জেরে স্থগিত হয়ে যায় সেই বৈঠক।
