Forensic Team Visit BDM Hospital: আগুনে পুড়ে করোনা রোগীর মৃত্যু, ২ দিন পর বর্ধমান হাসপাতাল পরিদর্শনে ফরেন্সিক বিশেষজ্ঞরা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 31, 2022 | 7:05 PM

Purba Bardhaman: ফরেনসিক দলের সদস্যরা প্রায় ২৫ মিনিট ধরে সেখানে ছিলেন। নমুনা সংগ্রহ করেন।

Forensic Team Visit BDM Hospital: আগুনে পুড়ে করোনা রোগীর মৃত্যু, ২ দিন পর বর্ধমান হাসপাতাল পরিদর্শনে ফরেন্সিক বিশেষজ্ঞরা
বর্ধমান মেডিক্যাল কলেজ (নিজস্ব ছবি)

Follow Us

পূর্ব বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College Hospital) ঝলসে রোগী মৃত্যুর ঘটনায় এবার পদক্ষেপ স্বাস্থ্য দফতরের। দু’দিন পর সোমবার ফরেন্সিক দল পৌঁছায় হাসপাতালে। তারা শুরু করে তদন্ত। এদিন দুপুর ২টো পর আগুন বিশেষজ্ঞ দেবাশীস সাহার নেতৃত্বে দুই সদস্যের ফরেন্সিক টিম হাসপাতালে পৌঁছান। সেখানে প্রায় ঘণ্টা খানেক তারা হাসপাতালের সুপার ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষর সঙ্গে বৈঠক করেন। এরপর দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ ফরেন্সিক দলের দুই সদস্য ছাড়াও বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী ও হাসপাতালের দু’জন আধিকারিক হাসপাতালের রাধারানি ওয়ার্ডের (কোভিড ওয়ার্ড) ৬ নম্বর ব্লকে যান। সকলেই কোভিড বিধি মেনেই পিপিই কিট পরে সেখানে পৌঁছান।

সূত্রের খবর, ফরেনসিক দলের সদস্যরা প্রায় ২৫ মিনিট ধরে সেখানে ছিলেন। নমুনা সংগ্রহ করেন। সেই নমুনা ল্যাবোটারিতে পরীক্ষার পর তারা বর্ধমান থানাকে রিপোর্ট পাঠাবেন। পাশাপাশি সিসিটিভি ফুটেজের বিষয়টিও খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে আগুন বিশেষজ্ঞ দেবাশীস ঘোষ জানান, “আমরা ওই ঘটনাস্থান পরিদর্শন করেছি। প্রয়োজনীয় স্যাম্পেল সংগ্রহ করেছি। এরপর ল্যাবটরিতে ওই স্যাম্পেল গুলো পাঠানো হবে। বাকিটা পরীক্ষার পর বলা যাবে।”

প্রসঙ্গত, শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটে। কোভিড ওয়ার্ডে আগুনে ঝলসে মৃত্যু হয় এক রোগীর। শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ কোভিড ওয়ার্ডের ৬ নম্বর ব্লকে আগুন লাগে। মৃতের নাম সন্ধ্যা মণ্ডল (৬০)। গলসির বড়মুরিয়া গ্রামের বাসিন্দা তিনি। বিগত কয়েকদিন ধরেই কোভিড ওয়ার্ডে ভর্তি ছিলেন।

এরপর রবিবার বর্ধমানে (Burdwan) যায় স্বাস্থ্য দফতরের একটি দল। ঘটনায় স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকে একটি রিপোর্টও জমা দিতে বলা হয়। স্বাস্থ্য অধিকর্তা অজয়  চক্রবর্তী জানিয়েছেন, ওই ওয়ার্ডে অক্সিজেন চলছিল এবং বাতাসে অক্সিজেনের মাত্রা বেশি হয়েছিল, সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, ওই বৃদ্ধা নিজেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন, সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন, এমনটাই ধরা পড়েছে সিসিটিভিতে। এরপর ঘটনার আরও বিস্তারিত তদন্তের প্রয়োজনে এদিন সেখানে পৌঁছায় ফরেন্সিক দল।

আরও পড়ুন: Fraud Case: কী কাণ্ড! এসএমএস লিঙ্কে ক্লিক করতেই উধাও ৬৪ হাজার টাকা, মাথায় হাত অবসরপ্রাপ্ত কর্মীর

আরও পড়ুন: Burn To Death in BRD Medical College: দাউ দাউ করে জ্বলছিল বেড, ছটফট করে কোভিড ওয়ার্ডেই শেষ রোগী! বর্ধমান মেডিক্যালে ভয়ঙ্কর ঘটনা

Next Article