Bardhaman Road Accident: ভ্যান থেকে ছিটকে পড়ল চারজন, রক্তে ভাসল পুরো রাস্তা

Bardhaman Road Accident: জানা গিয়েছে, হুগলির গুড়াপ থানার কংসারিপুর মোড়ে কাছে একটি যন্ত্রচালিত ভ্যান এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে হয়। তখনই গুরুতর আহত হন ওই চারজন। তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।

Bardhaman Road Accident: ভ্যান থেকে ছিটকে পড়ল চারজন,  রক্তে ভাসল পুরো রাস্তা
বর্ধমানে পথ দুর্ঘটনাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 29, 2023 | 5:33 PM

গুড়াপ: ভয়াবহ দুর্ঘটনা জাতীয় সড়কে। যন্ত্রচালিত ভ্যানের সঙ্গে ডাম্পারের ধাক্কা লেগে মৃত্যু হল প্রায় চারজনের। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে।

জানা গিয়েছে, হুগলির গুড়াপ থানার কংসারিপুর মোড়ে কাছে একটি যন্ত্রচালিত ভ্যান এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে হয়। তখনই গুরুতর আহত হন ওই চারজন। তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে দেহগুলির ময়নাতদন্ত হয়।

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম জীবনদীপ, বাউল দাস (৩২), বিশ্বজিৎ রায় (৩৫) ও দিবাকর সিং (২২)। তাঁদের প্রত্যেকের বাড়ি হুগলির গুড়াপ থানার সিয়াপুর গ্রামে। এই ঘটনায় কিশোর বাউল দাস নামে স্থানীয় বাসিন্দা বলেন, “এরা চারজন আমাদের গ্রামের ছেলে। এর মধ্যে আমার বন্ধু রয়েছে। ওরা সবাই আমাদের বন্ধু। প্রতিদিনের মতো আজও কাজে বেরিয়েছিল। খুব গরিব বাড়ির ছেলে ওরা। দিন আনে দিন খায়। ঢালাই মিস্ত্রির কাজ করত। এই চারটে পরিবারগুলোর কথা যেন সরকার ভাবে।”