Haldia: শাশুড়ি বউমার মধ্যেও এ সম্পর্ক হতে পারে! শব্দ শুনে ঘরে গিয়ে দৃশ্য দেখে বউমাকে ছিঃ ছিঃ করছেন পড়শিরা

Haldia: হাত পা বেঁধে শাশুড়িকে দরজা বন্ধ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বউমার বিরুদ্ধে!  নৃশংস ঘটনা হলদিয়ার সুতাহাটার পার্বতীপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, রাজুবালা দাস। বয়স প্রায় আনুমানিক ৯০।

Haldia: শাশুড়ি বউমার মধ্যেও এ সম্পর্ক হতে পারে! শব্দ শুনে ঘরে গিয়ে দৃশ্য দেখে বউমাকে ছিঃ ছিঃ করছেন পড়শিরা
হলদিয়াতে ভয়ঙ্কর ঘটনাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2024 | 4:38 PM

পূর্ব মেদিনীপুর: বৌমা  শাশুড়ির সম্পর্ক যে ভাল না, তা প্রতিবেশীরা জানতেন। কিন্তু তা বলে এমন নৃশংসতা, তা ভাবতেও পারছেন না তাঁরা। ছুটির সকালে হঠাৎ পাশের বাড়িতে ছোট্ট একটা বাজি ফাটার শব্দ শুনতে পেয়েছিলেন পড়শিরা। কিন্তু তাতে বিশেষ আমল দেননি। পরে বিকট চামড়া পোড়া গন্ধ, আর কালো ধোঁয়া গ্রাস করে এলাকাকে। বিপদ বুঝে হলদিয়ার সুতাহাটার পুতুলরানি দাসের বাড়িতে যান। দেখেন ঘর থেকেই বেরোচ্ছে ধোঁয়া আর সঙ্গে সেই বিকট গন্ধ। ঘরের ভিতরে হাত পা বাঁধা অবস্থায় বৃদ্ধার ঝলসে যাওয়া দেহ উদ্ধার করেন প্রতিবেশীরা।  হাত পা বেঁধে শাশুড়িকে দরজা বন্ধ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বউমার বিরুদ্ধে!  নৃশংস ঘটনা হলদিয়ার সুতাহাটার পার্বতীপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, রাজুবালা দাস। বয়স প্রায় আনুমানিক ৯০।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বৌমা পুতুলরানি শাশুড়িকে সহ্য করতে পারতেন না। শাশুড়ির ওপর এর আগেও অত্যাচার করেছেন তিনি। অভিযোগ প্রতিবেশীদের। স্থানীয়দের মধ্যস্থতায় আবার বিষয়টি মিটিয়েও নেন। অভিযোগ, এদিন বাড়িতে কেউ না থাকায় পা হাত বেঁধে দরজা বন্ধ করে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেন শাশুড়িকে।

প্রতিবেশীরা জানাচ্ছেন, ঘরে যখন দগ্ধ হচ্ছিলেন শাশুড়ি, তখন লোকে বোঝার আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত। প্রতিবেশীরা হাত পা বাঁধা অবস্থায় ঝলসে যাওয়া বৃদ্ধাকে  উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দারাই থানায় খবর দেন। পুলিশ গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে। ততক্ষণে মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ ওই ঘরের দরজা সিল করে দিয়েছে।

বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হলদিয়া সাব ডিভিশন হাসপাতালে। গোটা ঘটনার ভয়াবহতায় গ্রাম জুড়ে আতঙ্ক। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।