Child death: ডায়ারিয়া আক্রান্তকে শিশুকে বিনা চিকিৎসায় ফেরাল ২ হাসপাতাল, শেষ রক্ষা হল না
Kalna: বৃহস্পতিবার বিকেলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে তার বাড়িতে।
কালনা: শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজিত কালনা সুপারস্পেশালিটি হাসপাতাল (Kalna Super speciality Hospital)। অসুস্থ শিশুটির চিকিৎসা করেনি হাসপাতাল। অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। এই ঘটনার জেরে সাময়িক উত্তেজিত থাকে হাসপাতাল চত্ত্বর।
পরিবারের অভিযোগ, ডায়ারিয়া আক্রান্ত শিশুকে নিয়ে বুধবার রাতে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। কিন্তু হাসপাতাল থেকে বলা হয় শিশুটি সুস্থ রয়েছে। তার কিছুই হয়নি। চিকিৎসার তেমন কোনও প্রয়োজন নেই। বাচ্চা ও তার পরিবারকে বাড়ি ফিরিয়ে দেওযা হয় হাসপাতাল থেকে।
এরপর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ফের শারীরিক অবস্থার অবনতি হলে ফের হুগলি জেলার পান্ডুয়া থানার জামনা গ্রাম থেকে কালনা সুপারস্পেস্যালিটি হাসপাতালে আনা হয় বাচ্চাটিকে। তখনও ওই শিশুকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেয় চিকিৎসকরা।
এরপর বৃহস্পতিবার বিকেলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে তার বাড়িতে। তখন দেরি না করে শিশুটিকে নিয়ে কালনা হাসপাতালে এলে শিশুটিকে ভর্তি নেন ডাক্তারবাবু। কিছুক্ষণ চিকিৎসা চলার পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিশুটি। এরপরই উত্তেজনা তৈরি হয় হাসপাতালে ।
যদিও মৃত শিশুর পরিবারের এই অভিযোগ খারিজ করে দেওয়া হয় হাসপাতালের তরফে। তাদের বক্তব্য, শিশুটির অবস্থার কথা পরিবারের তরফে মৌখিক জানানো হয় আমাদের। এরপর গতকাল রাতে শিশুটিকে ভর্তি করি আমরা। রাত্রেই পরিবারের লোক নিজেদের দ্বায়িত্বে ছাড়িয়ে বাড়ি নিয়ে যায় শিশুটিকে।
তবে,ক্যামেরার সামনে না বললেও এই ঘটনার হাসপাতাল সুপার অরূপ রতন জানান, “শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও পরিবারের লোকেরা বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। এপর ফের হাসপাতাল নিয়ে এলে ভর্তি হবার পরামর্শ দেন চিকিৎসক। তা না মানায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এই মৃত্যু।” তবে ঘটনায় মৃত শিশুটির পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
উল্লেখ্য, এদিকে দু’দিন আগে রঘুনাথগঞ্জে সদ্যোজাতের দেহ পড়ে থাকতে দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরবর্তীতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, সেই বিষয়ে তদন্ত নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
ঘড়ির কাঁটায় তখন সকাল প্রায় ন’টা। আর পাঁচটা দিনের মতো সকালে রঘুনাথগঞ্জ থানা এলাকায় মণ্ডলপুরের ক্যানেলে কাজ করতে যান কিছু শ্রমিক। আর সেই সময়েই ক্যানেলের ধারে তাঁরা একটি সদ্য়োজাত শিশুর দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় রঘুনাথগঞ্জ থানায়। পুলিশ এসে ওই সদ্যোজাতের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
আরও পড়ুন: Local Train Update: লোকাল ট্রেন চালানো নিয়ে বড় পর্যবেক্ষণ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের