Kalna Crocodile: কালনার ভাগীরথীতে কুমির-আতঙ্ক! তর্পণের সময়ে বনকর্মীরা ফাটালেন বোমা
Kalna Crocodile: কালনা ক'দিন আগে কালনার ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়ায় লোকালয়ের মধ্যেই একটি কুমির ঢুকে পড়েছিল। গভীর রাতে ওই এলাকায় কুকুর প্রচণ্ড ডাকতে শুরু করেছিল। পরে এলাকাবাসীরা বেরিয়ে যা দেখেছিলেন, তাতে নিজের চোখকেই বিশ্বাস করাতে পারেননি তাঁরা
কালনা: কয়েকদিন আগে একেবারে এপাড়া ওপাড়া ঘুরে বেড়িয়েছিল সে। কালনার পাড়ায় কুমির ঢুকে পড়ার ছবি রীতিমতো ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কিন্তু লোকালয়ে কীভাবে কুমির? বিশেষজ্ঞরা মনে করেছিলেন, ভাগীরথী নদী থেকেই কুমিরটি চলে আসতে পারে। সেই ভাগীরথীর ধারে আজ আবার মহালয়ার দিনে তর্পণ করতে জড়ো হয়েছে শয়ে শয়ে মানুষ। এবার কালনার ভাগীরথী নদীতে কুমির তাড়াতে বোমা ফাটাচ্ছেন বন কর্মীরা। কুমির আতঙ্ক কাটাবার জন্য বনদফতরের তরফ থেকে নদী তীরবর্তী সমস্ত ঘাটে জল বোমা ফাটানো হচ্ছে। মানুষের মধ্যে থেকে আতঙ্ক কাটাতে বন দফতরের পক্ষ থেকে মাইকে করে প্রচার চালানো হচ্ছে নদী বক্ষে।
কালনা ক’দিন আগে কালনার ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়ায় লোকালয়ের মধ্যেই একটি কুমির ঢুকে পড়েছিল। গভীর রাতে ওই এলাকায় কুকুর প্রচণ্ড ডাকতে শুরু করেছিল। পরে এলাকাবাসীরা বেরিয়ে যা দেখেছিলেন, তাতে নিজের চোখকেই বিশ্বাস করাতে পারেননি তাঁরা। পাড়ার মধ্যে কুমির! তাও আবার ঘুরে বেড়াচ্ছে! শেষ কবে এমন ঘটনার সাক্ষী থেকেছেন, তা স্মৃতি হাতড়েও মনে করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।
গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ওই পাড়ায় কুমির ঢুকে পড়ার যে ছবি ভাইরাল হয়েছে, তা শিউরে ওঠার মতো। দেখা যাচ্ছে, একটা বিশালাকার কুমির বাড়ির দরজা বেয়ে ওঠার চেষ্টা করছে, তারপর সেই বাড়িরই পাশের বাগান বেয়ে এগিয়ে যাচ্ছে গেটের দিকে। ভিডিয়োতে দেখা গিয়েছে, গেটের সামনে রাখা ছিল বাচ্চাদের সাইকেলও। অর্থাৎ বাড়ির পিছনের দরজা খুললেই কুমিরের মুখে পড়তে হবে! গায়ের লোম খাঁড়া করে দেওয়ার মতো সেই ছবি ভাবিয়েছে বন দফতরকেও।
ওই এলাকার পাশেই ভাগীরথী। তাই সেখান থেকে কুমির লোকালয়ে চলে আসতে পারে। ওই নদীবক্ষেই আবার সেখানকার বাসিন্দার মহালয়ার দিন তর্পণ করেন। তাই এদিন সকাল থেকেই বনকর্মীরা বিশেষভাবে সক্রিয় সেখানে।