Kalna Skeleton: ছড়িয়ে ছিটিয়ে পড়া মাথার খুলি, পাজর, পাশেই পড়ে সাইকেল! নরকঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Kalna Skeleton Recovered: রবিবার বিকেলে এক গ্রামবাসী জঙ্গলে গিয়েছিলেন বাঁশের কঞ্চি  বাঁশের কঞ্চি কাটতে গিয়ে প্রথম নজরে আসে কঙ্কালের কিছু অংশ। বর্ষার সময় জায়গাটিতে জল জমে থাকায় হাড়গোড়গুলি চাপা ছিল বলে অনুমান। জল শুকোতেই প্রকাশ্যে আসে দেহাবশেষ।

Kalna Skeleton: ছড়িয়ে ছিটিয়ে পড়া মাথার খুলি, পাজর, পাশেই পড়ে সাইকেল! নরকঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য
নরকঙ্কাল উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 22, 2025 | 1:51 PM

কালনা: কালনায় উদ্ধার ছড়িয়ে ছিটিয়ে থাকা নরকঙ্কাল দেহাবশেষ। উদ্ধার হয়েছে মাথার খুলি, পাঁজর সহ বেশ কিছু হাড়গোড়। ঘটনাস্থল থেকে উদ্ধার একটি সাইকেল।গত রবিবার বিকালে এই দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কালনার সাতগাছিয়া পঞ্চায়েতের রাজবংশী পাড়ায় জলাজমি থেকে ছিটিয়ে থাকা নরকঙ্কাল উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীদের প্রাথমিক ধারণা, অন্যত্র খুন করে দেহ এখানে ফেলে রাখা হয়েছিল। দেহাবশেষ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেলে এক গ্রামবাসী জঙ্গলে গিয়েছিলেন বাঁশের কঞ্চি  বাঁশের কঞ্চি কাটতে গিয়ে প্রথম নজরে আসে কঙ্কালের কিছু অংশ। বর্ষার সময় জায়গাটিতে জল জমে থাকায় হাড়গোড়গুলি চাপা ছিল বলে অনুমান। জল শুকোতেই প্রকাশ্যে আসে দেহাবশেষ।

প্রসঙ্গত,হুগলি জেলার বাঁধাগাছি এলাকার যুবক বছর পঁচিশের অনিকেত রায় চলতি বছরের জুলাই মাস থেকে নিখোঁজ হয়ে যান। উদ্ধার হওয়া সাইকেলটি তাঁর, এমন দাবি অনিকেতের পরিবারের। তবে দেহাবশেষ অনিকেতেরই কিনা, তা এখনও নিশ্চিত করেনি পরিবার।

ঘটনায় কালনা থানার পুলিশও তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি খুন নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কীভাবে এই এলাকায় দেহাবশেষ এল,অনিকেতের সাইকেল কেন পাওয়া গেল,উঠছে এমন প্রশ্ন। নরকঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।