Skeleton Recovered: জমির মধ্যে এটা কী! চাষ করতে করতেই আস্ত নরকঙ্কাল দেখে মাথায় হাত কৃষকের
Skeleton Recovered in Malda: খবর চাউর হতেই তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায়। মুহূর্তের মধ্যেই নরকঙ্কাল দেখতে ব্যাপক ভিড় জমে যায় এলাকায়। জমির মালিকের অনুমান খুব সম্ভবত পাট চাষের সময়ই এই কাণ্ড করা হয়েছিল।

মালদহ: চাষের জমিতে নরকঙ্কাল! হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে মালদহের রতুয়া থানার আইলপাড়া পূর্ব মাঠ এলাকায়। নরকঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রতুয়ার আইলপাড়া পূর্ব মাঠে কিছুদিন আগে পর্যন্ত পাটের বড় বড় গাছ ছিল। কিন্তু বর্তমানে পাট কেটে সেই জমিতে কলাই চাষের তোড়জোড় শুরু হয়েছে। কলাই চাষের জন্যই জমি প্রস্তুত করার কাজ চলছিল। কিন্তু কে জানত সেখান থেকেই উদ্ধার হবে নরকঙ্কাল।
স্থানীয় সূত্রে খবর, মহম্মদ জাহিরুদ্দিন নামে এক চাষি জমিতে কাজ করছিলেন। হঠাৎই মাটির নিচ থেকে হাড়গোড় সমেত একটি নরকঙ্কাল উঠে আসে। তবে শুধু নরকঙ্কাল নয়। তার সঙ্গে একটি চাকু এবং ওষুধের একটি খালি স্ট্রিপও উঠে আসে বলে খবর।
খবর চাউর হতেই তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায়। মুহূর্তের মধ্যেই নরকঙ্কাল দেখতে ব্যাপক ভিড় জমে যায় এলাকায়। জমির মালিকের অনুমান খুব সম্ভবত পাট চাষের সময়ই এই কাণ্ড করা হয়েছিল। কেউ বা কারা কাউকে খুন করে মাটিতে পুঁতে দেয়। সেই দেহই এখন কঙ্কালে পরিণত হয়েছে। যদিও এ দাবি গিরে ধোঁয়াশা রয়েছে। দেহ তারও আগের কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে চাঞ্চল্যের মধ্যেই খবর যায় পুলিশের কাছেও। খবর পেতেই ঘটনাস্থলে আসে রতুয়া থানার পুলিশ। তারাই হাড়গোড় সমেত নরকঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায়। একইসঙ্গে কোথা থেকে কীভাবে কঙ্কালটি ওখানে এল তারও তদন্ত শুরু হয়েছে।
