
বর্ধমান: রোগ যন্ত্রণার জেরে অবসাদে নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী এক বৃদ্ধ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কালনার বারুই পাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দীনবন্ধু অধিকারী (৮১)। তাঁর দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীনবন্ধু বারুইপাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিক একাধিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।
জানা গিয়েছে, ঘনঘন চিকিৎসক দেখিয়ে ওষুধ খাওয়ার মতো আর্থিক সামর্থ্যও ছিল না। তা নিয়ে দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। সে কথা প্রতিবেশীদেরও অনেকে জানতেন। দিন ১৪-র আগের কথা! বাড়িতে কেউ না থাকায় রোগযন্ত্রণার জেরে হাতের পাশে থাকা ব্লেড দিয়ে নিজের গলার নলি কেটে ফেলার চেষ্টা করেন দীনবন্ধু।
পরিবারের সদস্যরা যখন ফেরেন, তাঁকে রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখেছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। টানা ১৪ দিন বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
খোদ কলকাতার পর্ণশ্রীতেও বৃহস্পতিবার ঠিক একই রকমের একটি ঘটনা ঘটে। ছেলে থাকেন আমেরিকায়। পর্ণশ্রীর বিশাল বাড়িতে থাকতেন কেবল বৃদ্ধ দম্পতি। স্বামী থাকতেন একতলায়, স্ত্রী দোতলায় থাকতেন। তিনিও অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার গায়ে কেরোসিন তেলে ঢেকে আগুন লাগিয়ে আত্মঘাতী হন। ঘটনায় শোকস্তব্ধ গোটা পাড়া। আকস্মিকতায় একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বৃদ্ধ।