Parnasree: ছেলে থাকেন আমেরিকায়, একাকীত্ব গ্রাস করেছিল বৃদ্ধ দম্পতিকে, আত্মঘাতী বৃদ্ধা
Parnasree Suicide Case: মৃণাল ও সর্বানীই কেবল ওতো বড় বাড়িতে থাকতেন। স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ ছিলেন। ছেলে কর্মসূত্রে আমেরিকায় থাকেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, অসুস্থ দম্পতিকে দেখার মতো কেউ ছিলেন না। সেই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন সর্বানী।

কলকাতা: পর্ণশ্রী থেকে উদ্ধার বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। বৃহস্পতিবার সকালে পর্ণশ্রীর পাড়ুই পাকা রোডে বহুতল থেকে সর্বানী পাল নামে বছর উনসত্তরের বৃদ্ধার দেহ উদ্ধার হয়। তাঁর স্বামীর নাম মৃণাল কান্তি পাল। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃণাল ও সর্বানীই কেবল ওতো বড় বাড়িতে থাকতেন। স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ ছিলেন। ছেলে কর্মসূত্রে আমেরিকায় থাকেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, অসুস্থ দম্পতিকে দেখার মতো কেউ ছিলেন না। সেই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন সর্বানী।
বাড়ির একতলায় স্বামী থাকতেন, দোতলায় থাকতেন স্ত্রী। বৃহস্পতিবার সকালে দোতলার ঘর থেকে উদ্ধার হয় বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ। বৃদ্ধার স্বামী মৃণাল জানান, তিনি সকালে কেরোসিন তেলের বিকট গন্ধ পাচ্ছিলেন। স্ত্রীকে অনেক ডাকাডাকি করে কোনও সাড়া পাননি। দোতলার ঘরে গিয়ে দেখতে পান অগ্নিদগ্ধ অবস্থায় স্ত্রী পড়ে রয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান দুজনেই অসুস্থ ও একাকীত্বে ভোগায় মানসিক অবসাদ থেকে আত্মঘাতী হয়ে থাকতে পারেন সর্বানী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এক প্রতিবেশী বলেন, “দীর্ঘদিন ধরে ছেলে বাইরে থেকেন। সেভাবে তো বাড়িতে আসেন না। এদিকে আবার বয়স্ক দুটো মানুষ একাকীত্বে ভুগছিলেন। সঙ্গে অসুস্থতাও ছিল। খুবই মর্মান্তিক ঘটনা।” আত্মঘাতী বৃদ্ধার ভাই বলেন, ” দিদির শরীরে একাধিক রোগ ছিল। তা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমরা সকালেই খবর পেয়ে আসি।”

