Katwa Mysterious Death: স্ত্রীর চিকিৎসার খরচ বাড়ছিল, প্রাথমিক শিক্ষক নিজের বউয়ের সঙ্গেই যা করলেন…
Katwa Mysterious Death: ঘরে স্ত্রীর পরিণতি দেখে প্রাথমিক স্কুলের শিক্ষককেই দুষছেন স্থানীয় বাসিন্দারা।
কাটোয়া : এমনিতেই বিয়ের পর থেকে পণের দাবিতে অত্যাচারের অভিযোগ ছিলই। এর মধ্যে আবার গত কয়েক মাস ধরে শরীর খারাপে ভুগছিলেন স্ত্রী। তাতে বাড়ছিল চিকিৎসার খরচ। এরপরেই এক দিন হঠাৎ করে সেই স্ত্রীর রহস্যজনক মৃত্যু। এক প্রাথমিক স্কুলের শিক্ষকের স্ত্রীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিবারের সদস্য ও এলাকাবাসীদের তরফে খুনের অভিযোগ তোলা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাটোয়া পুরসভার স্টেডিয়ামপাড়া এলাকায়। মৃতের নাম পলি দত্ত (২৬)। শ্বাসরোধ করে গৃহবধূকে খুনের অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। শাশুড়ি এলাকাছাড়া। তাঁর খোঁজে তল্লাশি চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে দেখাশোনা করেই পলি দত্তের সঙ্গে সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক চন্দ্রশেখর দত্তের বিয়ে হয়েছিল। পলি দত্তের পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে তাঁদের মেয়ের ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করতেন স্বামী চন্দ্রশেখর দত্ত। তাতে মদত ছিল শ্বশুর সলিল দত্ত ও শাশুড়ি রিনা দত্তও।
এদিকে, পলি গত কয়েক মাস ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন। গত কয়েকটা মাস ধরে চিকিৎসার খরচ নিয়ে অশান্তি শুরু হয়েছিল পরিবারে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বুধবার অশান্তি চরম আকার নেয়। সেদিন ওই বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পান। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন সেখানে গিয়েছিলেন। কিন্তু পারিবারিক বিষয় বলে তাঁদেরকে ফেরতও পাঠিয়ে দেওয়া হয়।
এরপর বুধবার বিকালে স্টেডিয়াম পাড়ায় শ্বশুর বাড়িতেই পলি দত্তের গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়। মৃত পলি দত্তের বাবা প্রদীপ কোঁয়ার কাটোয়া থানায় চন্দ্রশেখর দত্ত, সলিল দত্ত ও রিনা দত্তের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে। বুধবার কাটোয়া মহকুমা হাসপাতাল চত্বর থেকে স্বামী চন্দ্রশেখর ও শ্বশুর সলিলকে গ্রেফতার করেছে পুলিশ। গৃহবধূ খুনের অভিযোগে ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে পেশ করবে পুলিশ। বিচারক চন্দ্রশেখর ও সলিল দত্তকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।