Katwa: ‘পাকিস্তানের কাছে পরাজয় স্বীকার করল ভারত’, সামাজিক মাধ্যমে পোস্ট করেন মিলন শেখ, পুলিশ ধরতেই যা বললেন… শুনলে রি-রি করবে শরীর
Katwa: অভিযোগ, অভিযুক্ত ফেসবুকে একটি ভুয়ো খবর পোস্ট করে লেখে 'যুদ্ধে জড়াতে না জড়াতেই পাকিস্তানের কাছে পরাজয় স্বীকার করল ভারত।' অভিযোগ, সেইসঙ্গে যুদ্ধবিধ্বস্ত এলাকার কিছু আপত্তিকর ছবি পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন ওই যুবক।

কাটোয়া: সামাজিক মাধ্যমে ভারত পাকিস্তান অস্থির পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর পোস্ট। এই আবহে বিভ্রান্তিকর ও আপত্তিজনক পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মিলন শেখ। বছর বত্রিশের ওই যুবকের বাড়ি দাইহাটের মোকামপাড়ায়।
অভিযোগ, অভিযুক্ত ফেসবুকে একটি ভুয়ো খবর পোস্ট করে লেখে ‘যুদ্ধে জড়াতে না জড়াতেই পাকিস্তানের কাছে পরাজয় স্বীকার করল ভারত।’ অভিযোগ, সেইসঙ্গে যুদ্ধবিধ্বস্ত এলাকার কিছু আপত্তিকর ছবি পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন ওই যুবক।
সামাজিক মাধ্যমে এই পোস্ট ভাইরাল হয়। নেটিজেনরা সমাজ মাধ্যমেই প্রতিবাদে সোচ্চার হন। ঘটনার কাটোয়া থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ গত রবিবার রাতে মিলন শেখকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির দেশদ্রোহিতা, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক মন্তব্য, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা এবং সেনাবাহিনীর মনোবল ভাঙার মতো একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় এবং ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ।মিলন শেখ জানায়, “ভুল করে, কিছু না বুঝেই পোস্ট করে ফেলেছি।” তাঁর যুক্তি, “আমি জানিই না আমি কী করেছি। স্যর আমাকে ডাকল, আমি স্যরের কাছে চলে এসেছি। আমি দেশের একটা ছবি দেখেছিলাম। আমি ওতো বুঝিইনি কীসের ছবি, আমি শেয়ার করে ফেলেছিলাম। আমি ওতো বুঝি না।”





