
কলকাতা: ভোটগণনা শুরু হতেই ছক্কা হাঁকাচ্ছেন দিলীপ ঘোষ। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদ। গণনা শুরু হতেই এই কেন্দ্রে এগিয়ে গিয়েছেন দিলীপ। যদিও সদ্য গণনা শুরু হয়েছে। একেবারেই প্রাথমিক পর্বে গণনা। তবে নিঃসন্দেহে দিলীপের এগিয়ে থাকা তাৎপর্যপূর্ণ।
২০১৯ সালে মেদিনীপুর থেকে ভোটে লড়েছিলেন দিলীপ ঘোষ। গত পাঁচ বছর সেই কেন্দ্রেরই সাংসদ পদে ছিলেন দিলীপ। তবে এবার বিজেপি বড়সড় বদল আনে। দিলীপকে মেদিনীপুর থেকে সরিয়ে পাঠানো হয় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে।
যদিও প্রথম থেকেই আত্মবিশ্বাসী দিলীপ। বারবারই বলেছেন, মানুষের উপর তাঁর ভরসা রয়েছে। কীর্তি আজাদ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে দিলীপ বলেছিলেন, তিনি বোলার দেখেন না, বল দেখে খেলেন। দিনের শেষে দিলীপ ছক্কা হাঁকাবেন কি না সেটাই দেখার। সবে ভোট গণনা শুরু হয়েছে। রেজাল্ট পরিবর্তিত হতে পারে সময় অনুযায়ী। সকাল ৯টা অবধি এই আপডেট।